গুয়াহাটি বইমেলা ,এক প্রতিবেদন
গুয়াহাটি,৮ জানুয়ারি: বই হল মানুষের প্রকৃত বন্ধু ।কথায় বলে বইয়ের মত এত বিশ্বস্ত বন্ধু আর নেই।আর বইএর মেলাতে জ্ঞানের বিনিময় ঘটে বইয়ের মাধ্যমে। বই পড়া ব্যতীত জ্ঞানার্জনের সঠিক পথ নেই ।তাই জ্ঞানার্জনের ক্ষেত্রে বইয়ের ভূমিকা অপরিসীম। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত ।আর শিক্ষার জন্য বই আলোকিত জগতের দিশারী। বইমেলা যে কোন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
গুয়াহাটি বইমেলা বিগত ৬ জানুয়ারির সন্ধ্যায় শেষ হয়ে যায় ।এই বইমেলায় গুয়াহাটির খানাপারার পশু চিকিৎসালয়ের ময়দানে গত ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল।
উল্লেখ্য যে অসম প্রকাশন পরিষদের উদ্যোগে আর সদৌ অসম পুঁথি প্রকাশক আর বিক্রেতা সংস্থার সহযোগে আয়োজিত ১৪ দিনের এই বইমেলায় বই বিক্রি হয়েছে প্রায় সাত কোটি টাকার। এই উপলক্ষে শেষ দিনের সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে অসমের শিক্ষামন্ত্রী ডঃ রনজ পেগু মুখ্য অতিথিরূপে অংশগ্রহণ করেন এই দিনর অনুষ্ঠানে ওড়িশার বিশিষ্ট সাহিত্যিক পারমিতা শতপথি সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।সাথে আরো অনেক গণ্য মান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গত ১৪ দিনের এই বইমেলাতে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সাথে ছিল শিশুদের বিভিন্ন অনুষ্ঠান । এই বইমেলাতে রাজ্যেরও বাইরে থেকে আসা মোট ১৩৫ টি প্রকাশক গোষ্ঠী অংশগ্রহণ করেছিল। প্রতিবছরের মতো এবারও বইমেলাতে পাঠক ও দর্শকের সমাগম ছিল আশাতীত। এই বইমেলাতে যুব লেখকদের লেখার প্রতি উৎসাহিত করার জন্য অসাম সরকারের পক্ষ থেকে" যুব লেখক সম্মান" হিসেবে ২৫ হাজার টাকা প্রদান করে এদের উৎসাহিত করেছে।
বইমেলাতে প্রাণের শিল্পী জুবিন গর্গের বই কিনতে বই প্রেমীদের ভিড় দেখা যায় । জুবিনের মৃত্যুর পর অনেক লেখক ,সাহিত্যিক, সাংবাদিক জুবিনের জীবন বিষয় নিয়ে বই রচনা করেন।এ ছাড়াপূর্ব প্রকাশিত বইগুলি কিনতেও লোকেদের ভিড় দেখা যায়।




No comments