Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

গুৱাহাটীতে কামাখ্যা গেট সংলগ্ন এলাকায় বৃহৎ অগপ যোগদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।


 মালিগাও জানুয়ারি শনিবার অসম গণ পরিষদ (অগপ)-এর মধ্য গুৱাহাটী বিধান পরিষদের উদ্যোগে দূর্গা সরোবর, কামাখ্যা গেট সংলগ্ন এলাকায় এক বৃহৎ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পশ্চিম গুৱাহাটী বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত রমেন্দ্র নারায়ণ কলিতার উপস্থিতিতে এই কর্মসূচি বিশেষ গুরুত্ব লাভ করে

মধ্য গুৱাহাটী বিধান পরিষদের সমিতির সভাপতি হেমেন ডেকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্পাদক ভূপেন ঠাকুরিয়া সভার উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি অগপের আদর্শ, আঞ্চলিক স্বার্থরক্ষা ও উন্নয়নমূলক রাজনীতির কথা তুলে ধরেন। আজকের এই কর্মসূচিতে বিভিন্ন দল ও সংগঠন থেকে, বিশেষত কংগ্রেস দল ছেড়ে প্রায় ৫ শতাধিক সদস্য আনুষ্ঠানিকভাবে অগপে যোগদান করেন। এই যোগদানকে মধ্য গুৱাহাটীতে অগপের সাংগঠনিক শক্তি আরও দৃঢ় হওয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্য সম্পাদক ভূপেন ঠাকুরিয়া ও ময়নুল হক চৌধুরী, ১৩ নং ওয়ার্ডের সভাপতি জ্যোতি পাঠক, ১৩ নং ওয়ার্ডের পরিষদ সদস্য তথা অসম মহিলা পরিষদের সভানেত্রী পূরবী তালুকদার এবং ১২ নং ওয়ার্ডের পরিষদ সদস্য দীপাংকর বৈশ্য। এছাড়াও উপস্থিত ছিলেন অসম যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুশান্ত দেব চৌধুরী।

মধ্য গুৱাহাটী মহিলা পরিষদের সভানেত্রী গীতা রাণী কলিতা, সম্পাদিকা গীতা নেওগ, কমলা প্রধান, বলেন কলিতা, ইন্দ্রজিৎ গোস্বামী, মৃদুল কলিতা, মুকুট কলিতা, রতন নাথ, ভর্গব শর্মা, গোপী বড়ো, জাভেদ আলি, শেখর সিং, বলরাম মহন্ত, ভবেন দাস, রাজেশ চক্রবর্তী এবং অগপের জ্যেষ্ঠ নেতা লক্ষ্মী দাসসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরাও সভায় উপস্থিত ছিলেন বক্তারা তাঁদের বক্তব্যে অগপের উন্নয়নমূলক কর্মসূচি ও জনকল্যাণমূলক ভাবনার কথা তুলে ধরে নতুন সদস্যদের আন্তরিকভাবে স্বাগত জানান। উৎসাহ ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে আজকের এই বৃহৎ যোগদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

No comments

Powered by Blogger.