ভোগালি বিহু , পান্ডু রেলওয়ে বাজারে মাছ কিনতে লোকের উপচে পরা ভিড়
গুয়াহাটি, ১৩ জানুয়ারি: ভোগালি বিহুর ( মাঘ বিহু)উরুকা উপলক্ষে উৎসবের আমেজে ভরে উঠেছে পান্ডু রেলওয়ে বাজার। পান্ডু–মালিগাঁও এলাকার অন্যতম প্রাচীন এই বাজারটি বরাবরের মতোই এবছরও ভোগালি বিহুকে কেন্দ্র করে মাছ বাজার উৎসবমুখর হয়ে উঠে। কম দামে ও ন্যায্য মূল্যে শাকসবজি ও মাছ পাওয়ার জন্য সুপরিচিত এই বাজারটি।
প্রতি বছরের ন্যায় মঙ্গলবার মাঘ বিহুর উরুকা উপলক্ষে পান্ডু রেলওয়ে বাজারের মাছ বাজারটি ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। রঙিন ফুলে সাজানো মাছের দোকানগুলো দূর থেকেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে। বাজার কমিটির পক্ষ থেকে মাছ বাজারে আগত প্রতিটি গ্রাহককে সকালবেলা চা ও পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়, যা ক্রেতা ও বিক্রেতা দের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
এদিন বাজারে ছোট-বড় নানা প্রজাতির মাছ নিয়ে বসেন বিক্রেতারা। রুই, কাতলা, চিতল, আইর ও বোয়াল—সব ধরনের জনপ্রিয় মাছই বাজারে পাওয়া যায়। বিশেষ করে চিতল মাছের দাম রাখা হয়েছে ৬০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত এবং আইর মাছের দাম ৫০০ টাকা থেকে ৮০০ টাকার মধ্যে। বিক্রেতারা জানান, অন্যান্য বাজারের তুলনায় পান্ডু রেলওয়ে বাজারে মাছের দাম অনেকটাই কম, যার ফলে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে বিহুর জন্য বাজার করতে পারছেন।
সকাল থেকেই বাজারে মাছ ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। ভোগালি বিহুর ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবে পান্ডু রেলওয়ে বাজার আবারও প্রমাণ করল, এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয়—এটি উৎসব, সংস্কৃতি ও মানুষের মিলনের এক প্রাণবন্ত কেন্দ্র।


No comments