Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

নতুন বছর ও মাঘ বিহু সামনে রেখে মহানগরে সূরা সেবনকারী গাড়ি চালকদের বিরুদ্ধে কড়া অভিযানে যানবাহন পুলিশ


 গুয়াহাটি, ২৭ ডিসেম্বর: আগন্তু  নতুন বছর ও মাঘ বিহুকে সামনে রেখে মহানগরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে যানবাহন পুলিশ। উৎসবের মরশুমে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই সূরা সেবনকারী গাড়ি চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালানো হবে এবং মাঘ বিহু পর্যন্ত প্রতিদিনই এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যানবাহন পুলিশ।

যানবাহন পুলিশের সূত্রে জানা গেছে, যেসব গাড়ি চালক সূরা সেবন করে গাড়ি চালাবে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানের অংশ হিসেবে ব্রেথ অ্যানালাইজারের মাধ্যমে চালকদের পরীক্ষা করা হবে। পরীক্ষায় সূরা সেবনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে জরিমানা আরোপসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কোনওভাবেই বরদাস্ত করা হবে না।



যানবাহন পুলিশের পক্ষ থেকে গাড়ি চালকদের উদ্দেশে কড়া নির্দেশনা জারি করা হয়েছে। পুলিশের তরফে সকল চালককে অনুরোধ করা হয়েছে, নিজের ও অন্যের জীবন সুরক্ষিত রাখতে সূরা সেবন করে কেউ যেন গাড়ি না চালান। উৎসবের আনন্দ যেন কোনও দুর্ঘটনায় পরিণত না হয়, সেই বিষয়টি মাথায় রেখে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

জালুকবাড়ি যানবাহন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঘ বিহু পর্যন্ত প্রতিদিন মহানগরের বিভিন্ন এলাকায় এই অভিযান চলবে। বিশেষ করে জালুকবাড়ি, মালিগাঁও ও পান্ডু এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও যান চলাচলকারী স্থানে নিয়মিতভাবে চেকিং করা হবে। পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে এবং প্রতিটি সন্দেহজনক গাড়ি থামিয়ে পরীক্ষা করা হবে।

পুলিশ প্রশাসনের মতে, এই ধরনের অভিযান দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে। নতুন বছর ও মাঘ বিহুর সময় নিরাপদ ও আনন্দময় যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে যানবাহন পুলিশ।


No comments

Powered by Blogger.