Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পবিতরা অভয়ারণ্যে আজ থেকে শুরু হয়েছে হাদুগ মেলা


 
পবিতরা,২৬ ডিসেম্বর। পাবিতরাতে শুক্রবার থেকে শুরু হয়েছে হাদুগ মেলা। তিন দিনের বিভিন্ন  কার্যক্রমে এই মেলা রবিবারে শেষ হবে।প্রকৃতি সংরক্ষণই এই মেলার প্রধান লক্ষ্য।পবিতারা অভয়ারণ্যের পারিপার্শ্বিকতা উন্নয়ন সমিতি সমূহের উদ্যোগে আয়োজিত এই মেলায় শুক্রবার সকালে পতাকা উত্তোলন ,প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার শুভরম্ভ করা হয়। সাথে পূজার আয়োজন করা হয়।

 পবিতারা অভয়ারণ্যের অন্তর্গত পারিপার্শ্বিকতা উন্নয়ন সমিতি সমূহের দ্বারা উৎপাদিত বস্ত্র ,হস্ততাঁত,বাঁশ বেতের সামগ্রী তথা অলঙ্কার ,পরম্পরাগত খাদ্য ও লোক সংস্কৃতির বিশাল আয়োজন করা হয়েছে।মাঙ্গলিক কার্যসূচির মাধ্যমে হাদুগ মেলার শুভরাম্ভ করে সমিতির সভাপতি দীপন কাঠারে।মেলা দেখতে লোকেরা ভিড় জমিয়েছে।মেলার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন  রয়েছে।।

No comments

Powered by Blogger.