আসাম গ্রন্থমেলার তৃতীয় দিনে কেশব মহন্তর জন্ম শতবর্ষের বিশেষ আলোচনা সভা আয়োজিত।
গুয়াহাটি,২৬ডিসেম্বর । খানাপাড়ার পশু চিকিৎসালয় মহাবিদ্যালয় ময়দানে আয়োজিত অসম গ্রন্থমেলার শুক্রবার দিন ছিল তৃতীয় দিন ।অসম প্রকাশন পরিষদের উদ্যোগে আর সদৌ অসম পুঁথি প্রকাশক আর বিক্রেতা সংস্থার সহযোগে অনুষ্ঠিত গ্রন্থ মেলাতে শুক্রবার কেশব মন্তর জন্মশত বছর উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা সবার আয়োজন করা হয়।
এই সভার আলোচ্য বিষয় সব ছিল কবি ,গীতিকার কেশমহন্তর গীত কবিতার মাধুর্য ।সাহিত্য সমালোচক তথা নগাও আনন্দরাম ঢেকিয়াল ফুঁকন মহাবিদ্যালয় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অরিন্দম বরকটকী এই সভা সঞ্চালন করেন ।
কবি সমালোচক তথা গুয়াহাটি বিশ্ববিদ্যালয় অসমীয়া বিভাগের অধ্যাপক ডক্টর এম কামালুদ্দিন আহমেদ আর লেখক সমালোচক তথা গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অসমীয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর প্রাঞ্জন শর্মা আলোচক হিসাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

No comments