Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

হিংসাত্মক ঘটনার পর অসমে বড় প্রশাসনিক রদবদল, কার্বি আংলংসহ একাধিক জেলায় নতুন জেলা কমিশনার নিয়োগ


গুয়াহাটি  26  ডিসেম্বর সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে এবং প্রশাসনিক কাজকর্ম আরও গতিশীল করতে অসম সরকার রাজ্যজুড়ে এক বড় প্রশাসনিক রদবদল করেছে। এই রদবদলের আওতায় একাধিক গুরুত্বপূর্ণ জেলায় কর্মরত IAS ও ACS আধিকারিকদের বদলি ও নতুন নিয়োগ করা হয়েছে। বিশেষ করে সংবেদনশীল কার্বি আংলং জেলায় নতুন জেলা কমিশনার নিয়োগকে প্রশাসনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সরকারি নির্দেশ অনুযায়ী, কার্বি আংলং জেলার জেলা কমিশনার পদে কর্মরত নিরালা ফাংশোপি, ACS-কে বদলি করে হিল অ্যারিয়া বিভাগে অসম সরকারের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁর পরিবর্তে অরণ্যক সাইকিয়া, IAS (RR-2020), যিনি এর আগে কার্বি আংলংয়ে মুখ্য সচিবের স্টাফ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন, তাঁকে জেলার নতুন জেলা কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এই প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে কামরূপ (মেট্রো) জেলার জেলা কমিশনার সুমিত সত্তাওয়ান, IAS-কে বদলি করে তিনসুকিয়া জেলার জেলা কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। অপরদিকে, তিনসুকিয়া জেলার জেলা কমিশনার স্বপ্নীল পাল, IAS-কে বদলি করে কামরূপ (মেট্রো) জেলার জেলা কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

শিবসাগর জেলার জেলা কমিশনার আয়ুষ গর্গ, IAS-কে কাছাড় জেলার জেলা কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে কাছাড় জেলার জেলা কমিশনার মৃদুল যাদব, IAS-কে বদলি করে শিবসাগর জেলার দায়িত্ব অর্পণ করা হয়েছে। ধুবড়ি জেলার জেলা কমিশনার দিবাকর নাথ, IAS-কে বদলি করে বঙাইগাঁও জেলার জেলা কমিশনার হিসেবে পাঠানো হয়েছে। বঙাইগাঁও জেলার জেলা কমিশনার নবাদীপ পাঠক, ACS-কে ধুবড়ি জেলার নতুন জেলা কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে।

আরও একটি পরিবর্তনে, দররাং জেলার জেলা কমিশনার পরাগ কুমার কাকতি, ACS-কে বদলি করে গোলাঘাট জেলার জেলা কমিশনার করা হয়েছে। গোলাঘাট জেলার জেলা কমিশনার পুলক মহন্ত, ACS-কে অসম সরকারের কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তামুলপুর জেলার জেলা কমিশনার পঙ্কজ চক্রবর্তী, ACS-কে বদলি করে কোকরাঝাড় জেলার জেলা কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তাঁকে বোডোল্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজের ডিরেক্টর অব ট্রেনিং-এর অতিরিক্ত দায়িত্বও প্রদান করা হয়েছে। অন্যদিকে, পরিবেশ ও বন দপ্তরের যুগ্ম সচিব সিমি করণ, IAS-কে বদলি করে তামুলপুর জেলার জেলা কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।

এছাড়াও, কোকরাঝাড় জেলার জেলা কমিশনার মাসান্দা ম্যাগডালিন পার্টিন, IAS-কে বদলি করে অসম সরকারের অর্থ দপ্তরে যুগ্ম সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। বিশেষ করে কার্বি আংলং জেলার ক্ষেত্রে এই প্রশাসনিক রদবদল এমন এক সময়ে করা হয়েছে, যখন সাম্প্রতিক অশান্তির পর সেখানে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা বজায় রাখাই প্রশাসনের প্রধান লক্ষ্য বলে সরকার সূত্রে জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.