কামাখ্যাধামে শ্রীশ্রী বিজয় কৃষ্ণ সাধন আশ্রমে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন।
গুয়াহাটি ১৬ ডিসেম্বর ,কামাখ্যাধামে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ সাধন আশ্রমের পরিচালনায় কালিপুর চক্রেশ্বর পথে সংগধাম আশ্রমের অতিথিশালায় একুশে ডিসেম্বর রবিবার বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। আশ্রমের পক্ষ থেকে সকল ভক্তদের অনুরোধ জানানো হয়েছে তারা যেন এই চিকিৎসা শিবিরে যোগদান করে বিনামূল্যে চিকিৎসার সেবা লাভ করেন। এই শিবির সকাল দশটা থেকে আরম্ভ হবে দুপুর একটা পর্যন্ত চলবে গুয়াহাটি সিআরপিএফ বিশিষ্ট ডাক্তাররা এই শিবিরে চিকিৎসা প্রদান করবেন।


No comments