Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

জীবে প্রেমের এক অনন্য দৃষ্টান্ত


 
  সুব্রত ধর। 

“জীবে প্রেম”—এই শব্দটির গভীর অর্থ যেন নৃপেনবাবুর জীবনে বাস্তব রূপ পেয়েছে। তা না হলে, প্রতিদিন ভোরে এক ব্যক্তি শুধুমাত্র পিঁপড়েদের কথা ভেবে নদীর ধারে চলে আসেন—এ এক সত্যিই বিরল দৃশ্য।
ষাটোর্ধ্ব নৃপেন দাস প্রতিদিন সকালে ব্রহ্মপুত্র নদের তীরে পাণ্ডু ঘাটে হাজির হন হাতে একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে। কিছুক্ষণ নদের ধারে নিরবে দাঁড়িয়ে থাকেন, তারপর তীরে পিঁপড়েদের গর্তগুলোর মুখে মিষ্টি রস ঢালতে শুরু করেন। অল্পক্ষণের মধ্যেই দেখা যায়, সারি বেঁধে পিঁপড়েরা বেরিয়ে আসে আর তৃপ্তি ভরে সে রস পান করতে থাকে।কথায় কথায় জানতে পারি, গত দশ বছর ধরে তিনি এ কাজ করে আসছেন। প্রথমে নদীর জলে থাকা মাছেদের জন্য খাদ্য দেন, তারপর পালা আসে পিঁপড়েদের।আমিও প্রাতভ্রমণে বেরিয়ে প্রায়ই ব্রহ্মপুত্রের ধারে কিছু সময় কাটাই। 
এখন নৃপেনবাবুর এই অনন্য দয়ার কাজ দেখতে না পেলে মনে হয় কিছু একটা অপূর্ণ রয়ে গেল।
কখন যে তিনি আসবেন, আর কীভাবে পিঁপড়েদের খাওয়াবেন—এই দৃশ্যের প্রতীক্ষায় আমি প্রায়ই নদীর পারে দাঁড়িয়ে থাকি।


 

No comments

Powered by Blogger.