নেতাজী বিদ্যাপীঠ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী উৎসব ‘পিছুটান–৫’ সফলভাবে সম্পন্ন
গুয়াহাটি , ২৯ ডিসেম্বর : দুই দিনব্যাপী ২৭ ও ২৮ ডিসেম্বর নেতাজী বিদ্যাপীঠের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান ‘পিছুটান–৫’। বিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য ও স্মৃতিকে ঘিরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ও ডব্লিউ ডব্লিউ ও-এর সভাপতি শালিনী শ্রীবাস্তব এবং এন এফ রেলওয়ের সিপিও কে. পি. সিং। স্কুলের ছাত্রীরা, প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং পুনর্মিলনী অনুষ্ঠানের কর্মকর্তারা অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান।
অনুষ্ঠানের সূচনালগ্নে আমন্ত্রিত অতিথিরা প্রবেশদ্বারে স্থাপিত কিংবদন্তি কন্ঠশিল্পী ড. ভূপেন হাজারিকা ও জুবিন গার্গ–এর প্রতিচ্ছবিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর এন এফ রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব ও তাঁর সহধর্মিণী শালিনী শ্রীবাস্তব নেতাজির মূর্তির আবরণ উন্মোচন করেন ও পুষ্পাঞ্জলি নিবেদন করেন।
পরে অতিথিদের নিয়ে যাওয়া হয় ‘পিছুটান–৫’ অনুষ্ঠানের মূল মঞ্চে। সেখানে এন এফ রেলওয়ে জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব, ডব্লিউ ডব্লিউ ও-এর সভাপতি শালিনী শ্রীবাস্তব, এন এফ রেলওয়ের পিসিপিও কে. পি. সিং ও ‘পিছুটান–৫’ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সদস্যদের সহযোগে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। একই সঙ্গে মঞ্চে আনুষ্ঠানিকভাবে ‘পিছুটান–৫’ স্মরণিকা উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এন এফ রেলওয়ে জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব বলেন, পূর্বে রেলওয়ে পক্ষ থেকে বিদ্যালয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। তবে গত কয়েক বছরে ছাত্রছাত্রীদের অসাধারণ ফলাফলের দিকে লক্ষ্য রেখে এবার রেলওয়ে কর্তৃপক্ষ স্কুলের উন্নয়ন প্রকল্পের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করেছে। এই অর্থে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম, আধুনিক সায়েন্স ল্যাবরেটরি সহ পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। এর ফলে প্রতিটি ছাত্রছাত্রী উন্নতমানের শিক্ষার সুযোগ পাবে এবং নেতাজী বিদ্যাপীঠ এই এলাকার অন্যতম আধুনিক প্রযুক্তি-নির্ভর বিদ্যালয় হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
নেতাজী বিদ্যাপীঠ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস সূত্রধর ও সম্পাদক প্রসেনজিৎ বোস–এর দিকনির্দেশনায় ছাত্রছাত্রীদের বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে তোলে। প্রথম দিনের অনুষ্ঠান প্রায় রাত এগারোটা পর্যন্ত চলে।
দ্বিতীয় দিনে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা গানের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে প্রভাত ফেরি করেন। এরপর প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা ও বর্তমান শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি গোল্ডেন অ্যালুমনি অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত ৭৫ বছরের ঊর্ধ্বে সদস্যদের বিশেষভাবে সম্মান জানানো হয়। পরে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে এক অন্তরঙ্গ আলাপচারিতা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আমন্ত্রিত সা রে গা মা পা খ্যাত কণ্ঠশিল্পী দেবপ্রিয় দাস, উদীয়মান শিল্পী অঙ্কিত চ্যাটার্জি ও গুয়াহাটির জনপ্রিয় শিল্পী কনকোনা ভাগবতী। তাঁদের সুরেলা গানে উপস্থিত সকলেই আপ্লুত হন। এছাড়াও স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পরিবেশিত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের এই পুনর্মিলনী উৎসব স্মরণীয় হয়ে ওঠে।




No comments