Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

মালিগাঁও-বরিপাড়ায় ‘মন কি বাত’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়িতে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা


 

গুয়াহাটি, ২৮ ডিসেম্বর: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২৯তম ‘মন কি বাত’ অনুষ্ঠান সারা দেশের সঙ্গে সঙ্গে অসমেও ব্যাপক উৎসাহের সঙ্গে পালিত হয়। বিজেপির উদ্যোগে বিভিন্ন স্থানে জনসমাগমমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহানগরীর মালিগাঁও-বরিপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘মন কি यू বাত’ শোনেন অসমের মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মা।

এদিন মালিগাঁও-বরিপাড়ায় জালুকবাড়ি বিধানসভা সমষ্টির বিধায়কের উদ্যোগে এক সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উচ্চ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সম্মানিত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালুকবাড়ির বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মা। ভাষণে তিনি জানান, এই সংবর্ধনা অনুষ্ঠান ২৫ বছরে পদার্পণ করেছে। তিনি বিধায়ক হওয়ার পর থেকেই এই কর্মসূচি শুরু করেছিলেন। ২০০২ সালে যেখানে ২৮৮ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেখানে এবছর ২,১১৬ জন শিক্ষার্থীকে সম্মানিত করা হচ্ছে। এর ফলে জালুকবাড়ি সমষ্টির শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

No comments

Powered by Blogger.