Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

আদাবাড়ি তিনআলি মোড়ে অনিয়মিত ট্রাফিক সিগনালে চরম বিভ্রান্তি, চালকদের ক্ষোভ



গুয়াহাটি, ১৭ নভেম্বর: আদাবাড়ি তিনআলি  ট্রাফিক সিগন্যালের অনিয়মিত কার্যপ্রণালীর কারণে প্রতিদিনই বিভ্রান্তিতে পড়ছেন পথচারী ও গাড়িচালকরা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সিগন্যালের সিস্টেম ঠিকমতো কাজ করছে না। কখনও সিগন্যাল পুরোপুরি নিস্ক্রিয় হয়ে পড়ে, আবার কখনও কাজ করলেও তার নির্দেশনা বোঝা যায় না, ফলে যান চলাচলে দেখা দেয় বিশৃঙ্খলা।

চালকদের মতে, অনেক সময় সিগন্যাল নষ্ট থাকলে ট্রাফিক কর্মীরা হাত দেখিয়ে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করেন। আবার কখনও দেখা যায় সিগন্যাল জ্বলছে,  সিস্টেমে থাকা হলুদ বাতিটি প্রায় অবিরতভাবে সংকেত দেয় এতে চালকেরা বুঝতে পারেন না ঠিক কোন নির্দেশ অনুসরণ করবেন। সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি হয় টাইমারের কারণে। সিগন্যাল বোর্ডে ১১২ থেকে ১১৫ সেকেন্ড পর্যন্ত অপেক্ষার সময় দেখানো হয়, যা যাত্রীবোঝাই স্কুল বাস, অফিসগামী গাড়ি ও সাধারণ যানবাহনের চালকদের জন্য সকালবেলায় বিপাকে ফেলে দেয়।

কামাখ্যা নগর ও পান্ডু দিক থেকে আসা গাড়িচালকরাও প্রতিদিন এই অনিয়মিত সিগন্যালের কারণে সমস্যায় পড়ছেন। সচেতন নাগরিকদের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ মোড়ে এই ধরনের ত্রুটিপূর্ণ ট্রাফিক সিস্টেম থাকায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। তারা জানান, সিগন্যালের অস্পষ্ট বা ভুল সংকেতের কারণে অনেকেই হঠাৎ ব্রেক করতে বাধ্য হন, আবার কেউ কেউ নিয়ম ভেঙে এগিয়ে যান—এতে সহজেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

গাড়িচালকেরা ট্রাফিক বিভাগকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তাদের দাবি, সিগন্যাল যদি মেরামত করা সম্ভব হয় তবে তা অবিলম্বে ঠিক করা হোক এবং যদি সিস্টেমটি সম্পূর্ণ খারাপ হয়ে থাকে, তবে সেটি বন্ধ রেখে আপাতত ম্যানুয়ালি ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা উচিত। এতে অন্তত চালকদের বিভ্রান্তি কমবে ও পথ চলাচল নিরাপদ হবে বলেও মত প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট বিভাগ দ্রুত পদক্ষেপ নেবে এবং আদাবাড়ি মোড়ের ট্রাফিক সমস্যা শীঘ্রই সমাধান হবে।

No comments

Powered by Blogger.