Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

মালিগাঁওয়ে বাঘের আনাগোনায় চরম আতঙ্ক, নীলাচল পাহাড়ে দিনের বেলায় দেখা মিলল বাঘের


 
গুয়াহাটি, ১১ অক্টোবরঃ   শহরের মালিগাঁও এলাকায় বাঘের আনাগোনায় চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিগত কয়েক দিন ধরে স্বাগত হসপিটালের পেছনের এলাকায় বাঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তবে এদিন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়, যখন দিনের বেলায় মালিগাঁও চার নম্বর গেট সংলগ্ন নীলাচল পাহাড়ের গায়ে এক বাঘকে মুক্তভাবে বিচরণ করতে দেখা যায়। এলাকার কয়েকজন বাসিন্দা সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করেন, যা দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।


হঠাৎ  বাঘের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। শিশু ও বৃদ্ধদের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয়রা দ্রুত বন দপ্তরকে বিষয়টি জানানোর আহ্বান জানিয়েছেন, যাতে বাঘটিকে নিরাপদে উদ্ধার করে বনাঞ্চলে ফিরিয়ে দেওয়া যায় ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

No comments

Powered by Blogger.