Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা আসামের মুখ্যমন্ত্রীর।


 
গুয়াহাটি, ১১ অক্টোবরঃ  আসামের  মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ও ভারতীয় জনতা পার্টি, আসাম প্রদেশের সহযোগিতায়, পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ভয়াবহ বন্যায় বিভিন্ন ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে প্রেরণ করা হয়।

আসাম সরকারের সম্মানিত ক্যাবিনেট মন্ত্রী  পীযূষ হাজারিকা বশিষ্ঠ রাজ্য সদর দপ্তরে দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে ত্রাণ সামগ্রী বহনকারী যানবাহন গুলিকে সবুজ পতাকা প্রদর্শন করে যাত্রার সূচনা করেন।

উল্লেখ্য যে, ৫টিরও বেশি ট্রাক, খাদ্যসামগ্রী, পোশাক, বাসনপত্র সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সাহায্য জন্য প্রেরণ করা হয়।

No comments

Powered by Blogger.