পাণ্ডু বড় বাজারে জগদ্ধাত্রী পূজার আয়োজন,
গুয়াহাটি, ২৬ অক্টোবর: প্রতি বছরের ন্যায় এ বছরও পাণ্ডু বড় বাজার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রীপূজা সমিতির উদ্যোগে জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে। পূজা অনুষ্ঠিত হবে পাণ্ডু বড় বাজারের স্থায়ী দুর্গা মণ্ডপে, যেখানে ইতিমধ্যেই পূজার প্রস্তুতি তুঙ্গে।
পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ বছর মায়ের মনোরম প্রতিমা নির্মাণের দায়িত্ব নিয়েছেন বিশিষ্ট মৃৎশিল্পী রতন পাল। প্রতিমা নির্মাণে প্রায় পঞ্চাশ হাজার টাকা ব্যয় হবে বলে জানা গেছে।
পূজা কর্মসূচি অনুযায়ী, ২৯ অক্টোবর সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তির দ্বারা মায়ের মূর্তি উন্মোচন করা হবে, যা দিয়ে আনুষ্ঠানিকভাবে পূজার সূচনা হবে। পরদিন, অর্থাৎ ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে মূল পূজা ও অঞ্জলি প্রদান। একই দিন সন্ধ্যা ৫টার দিকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।
৩১ অক্টোবর সকালে পুনরায় পূজা অনুষ্ঠিত হবে ও সন্ধ্যায় হবে নামকীর্তন ও বন্দনা অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। পূজার সমাপ্তি হবে ১ নভেম্বর (শনিবার) মায়ের মূর্তি ব্রহ্মপুত্র নদীর পাড়ে নিরঞ্জন করা হবে।
পাণ্ডু বড় বাজার এলাকায় ইতিমধ্যেই উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ও ভক্তরা আগ্রহভরে অপেক্ষা করছেন মা জগদ্ধাত্রীর আগমনের জন্য, যা প্রতি বছর এই এলাকায় অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব হিসেবে পালিত হয়।

No comments