Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

সমগ্ৰ রাজ্যে ধুমধাম করে পালন করা হলো শ্যামা পূজা ও দীপাবলি উৎসব।

রেস্ট ক্যাম্প সেবক সঙ্গ

 গুয়াহাটি, ২১ অক্টোবরঃ সমগ্র রাজ্যের সাথে গুয়াহাটিতেওঁ উৎসাহ উদ্দীপনায় সঙ্গে পালন করা হলো শ্যামা পূজা। এই উপলক্ষ্যে সোমবার গভীর রাত পর্যন্ত পূজা হয়েছে। উল্লেখ্য যে  এবার শ্যামা পূজায়  প্রতিটি মণ্ডপে ছিল অকাল প্রয়াত জুবিন গার্গের  প্রতিচ্ছবি ও পূজার থীম। শ্যামা পূজা দেখার জন্য লোকের ভিড় ছিল দেখার মতই। ভূতনাথ সহিত বিভিন্ন কালিমন্দিরে শ্যামাপুজা হয়েছে।
আজ দীপান্বিতা আলোর উৎসব।দীপাবলির অন্তিম দিন।অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির জয়ের উৎসব হলো দীপাবলি। কিচ্ছু মন্ডপে  দীপাবলি উৎসবের সময় জ্বালানো  হয়েছে রাবণ।

পাণ্ডু রেস্ট ক্যাম্প কালীবাড়ি ইলেক্ট্রনিক সাব স্টেশন


পাণ্ডু ৪ নং  ফেরী ঘাট কলোনি  সার্বজনীন কালী পূজা কমিটি।



 

রেস্ট ক্যাম্প আরবান  ইয়ং  এসওসিযেশন


মা কালি ক্লাব রেস্ট ক্যাম্প

 


বট তলা কালী পূজা কমিটি।
 
 
 
 
 

মালিগাঁও শক্তি সংঘ সার্বজনীন কালী পূজা কমিটি।
 

 

No comments

Powered by Blogger.