Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

বক্সা জেলার মন্দির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী


 

গুয়াহাটি, ২১ অক্টোবরঃ মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা  মঙ্গলবার বাক্সা জেলের ‘এ’ ব্লকের অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম পরিদর্শন করে সাম্প্রতিক ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।তিনি দুর্ঘটনায় আহত দুই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ও  প্রত্যেককে ২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও তিনি বলেন যে, সরকার তাদের চিকিৎসার জন্য সমস্ত ধরনের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।মুখ্যমন্ত্রী এই সফরের সময়  হরি মন্দির পরিদর্শন করে প্রার্থনা করেন ও  স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। হরি মন্দিরের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী১০ লাখ টাকা ও শিব মন্দিরের উন্নয়নের জন্য ১০ লাখ টাকা প্রদান করার কথাও  ঘোষণা করেন।


 

No comments

Powered by Blogger.