Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পাণ্ডু- মালিগাঁও স্বর্ণ শিল্পী কালী পূজা সমিতির আয়োজনে


 
গুয়াহাটি, ১৪ অক্টোবর:পাণ্ডু মালিগাঁও স্বর্ণ শিল্পী কালী পূজা সমিতির উদ্যোগে এ বছরও আয়োজিত হতে চলেছে বর্ণাঢ্য কালী পূজা। প্রতিবছরের ন্যায় এবারও সমিতি আয়োজন করছে মহাসমারোহে পূজা উৎসবের, যা চলবে তিন দিনব্যাপী — ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত।

সমিতির সভাপতি রতন বিশ্বাস ও সাধারণ সম্পাদক কৃষ্ণা মজুমদার জানান, “২০০০ সন থেকে এই কালী পূজার সূচনা হয়েছিল,  আজ এটি মালিগাঁও অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী পূজা হিসেবে পরিচিত।” তিনি আরও জানান, এবারের পূজার জন্য মোট বাজেট ধরা হয়েছে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এর মধ্যে প্রায় এক লক্ষ টাকা ব্যয় হবে প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জার জন্য, যা দর্শনার্থীদের মুগ্ধ করবে।

মৃৎশিল্পী মাতৃ স্মৃতি শিল্পালয় মায়ের শ্যামা রূপে দেবী প্রতিমা গড়ছেন, যার মোট খরচ প্রায় সতের হাজার টাকা। পূজার কার্যসূচি অনুযায়ী, ২০ অক্টোবর রাত ৯টা ৪৫ মিনিটে পূজা আরম্ভ হবে। ২১ অক্টোবর বিকেলে মহাভোগ প্রসাদ বিতরণ করা হবে, আর সন্ধ্যা ৪টা ৪৫ মিনিটে পুরুষ ও মহিলাদের   অনুষ্ঠিত হবে নাগারা নাম। ২২ অক্টোবর দুপুরবেলায় সম্পন্ন হবে মায়ের বিসর্জন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, এবারের পূজার প্যান্ডেলে থাকবে অকালপ্রয়াত জনপ্রিয় সংগীত শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের বিশেষ আয়োজন। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, পূজায় আগত ভক্তরা যেন তাদের প্রিয় শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পারেন, সেই উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

মালিগাঁও জুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে পূজার প্রস্তুতি, আলো-আলোয় সেজে উঠছে এলাকা। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজে আনন্দ আর আবেগে মেতে উঠেছে সমগ্র অঞ্চল।

No comments

Powered by Blogger.