Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

আলোর উৎসব দীপাবলীতে মাটির প্রদীপের জৌলুসে সেজে উঠছে বাজার


 
গুয়াহাটি, ১৪ অক্টোবরঃ আসন্ন দীপাবলি ও কালীপূজা, যাকে আলোর উৎসব বলা হয়, সেই উপলক্ষে মালিগাঁও ও  গুয়াহাটির আশপাশের বাজারগুলোতে এখন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। রঙিন বৈদ্যুতিক আলো ও আধুনিক সজ্জার পাশাপাশি বাজারে নজর কাড়ছে বিভিন্ন ধরনের মাটির প্রদীপ। গ্রাহকদের রুচি ও চাহিদার দিকে লক্ষ্য রেখে এ বছর ব্যবসায়ীদের দোকানে দেখা যাচ্ছে আকর্ষণীয় ডিজাইনের প্রদীপ।

আসামের গ্রামাঞ্চলের বহু মৃৎশিল্পী কয়েক মাস আগে থেকেই প্রদীপ তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েন। তাদের পরিশ্রমে তৈরি এই প্রদীপগুলো এখন শহরের বাজারে শোভা পাচ্ছে। দীপাবলীর সময় প্রদীপের চাহিদা বেড়ে যাওয়ায় তাদের ব্যবসায়ও এক নতুন সঞ্জীবনী সঞ্চার হয়েছে।



যদিও বর্তমান যুগে বৈদ্যুতিক রঙিন লাইটের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে, তবুও অনেক সচেতন ক্রেতা এখনও ঐতিহ্য ধরে রাখতে চান। তারা মনে করেন, “মাটির প্রদীপ কেনা মানেই মৃৎশিল্পীদের মুখে হাসি ফোটানো”— আর সেটাই প্রকৃত অর্থে আলোর উৎসবের আনন্দ।

অন্যদিকে, কিছু ক্রেতার মতে প্রদীপ জ্বালানো ঝামেলাপূর্ণ ও তাতে তেল, সলতে, প্রদীপ কেনার খরচও বেশি পড়ে। তাই তারা সহজেই রঙিন লাইটের ওপর নির্ভর করছেন, যা খরচেও কম এবং ব্যবহারে সুবিধাজনক।

তবুও, অনেকেই বিশ্বাস করেন ঐতিহ্যবাহী মাটির প্রদীপের আলোয় ঘর আলোকিত করাই প্রকৃত দীপাবলীর আনন্দ। আধুনিকতার ছোঁয়ায় উৎসব বদলালেও, মাটির প্রদীপ আজও আলোর উৎসবের চিরন্তন প্রতীক হয়ে রয়েছে।


No comments

Powered by Blogger.