শিলঙে রবীন্দ্রনাথ, নেতাজী ও স্বামীজির স্মৃতি বিজড়িত স্থানগুলোকে ‘হেরিটেজ’ ঘোষণার দাবিতে শ্রীমতী মালবিকা বিশারদের পিটিশন জমা
শিলং, ১৩ অক্টোবর শিলঙের ঐতিহাসিক ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্ব রক্ষার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন শ্রীমতী মালবিকা বিশারদ। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজী সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত শিলঙের ঐতিহাসিক স্থানগুলোকে “হেরিটেজ” বা ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণার অনুরোধ জানিয়ে তিনি মেঘালয়ের মাননীয় রাজ্যপাল শ্রী সি. এইচ. বিজয়শংকরের কাছে একটি পিটিশন জমা দেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন যে এই পিটিশনটি তিনি রাজভবনে রাজ্যপালের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে সোমবার মধ্যাহ্নে জমা দেন। সাক্ষাৎকালে শ্রীমতী বিশারদ রাজ্যপালকে অনুরোধ করেন যেন তিনি নিজে উক্ত স্মৃতিবিজড়িত স্থানগুলো পরিদর্শন করেন এবং সেগুলিকে ‘হেরিটেজ সাইট’ হিসেবে ঘোষণার পদক্ষেপ গ্রহণ করেন।
উল্লেখ্য, শ্রীমতী মালবিকা বিশারদ দীর্ঘদিন ধরে শিলঙের ঐতিহ্য সংরক্ষণের কাজে যুক্ত রয়েছেন। এই প্রসঙ্গে তিনি রাজ্যপালের হাতে তাঁর লেখা তিনটি বই ও তুলে দেন, যেখানে উক্ত ঐতিহাসিক স্থানগুলির গুরুত্ব, ইতিহাস ও সাংস্কৃতিক তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
মাননীয় রাজ্যপাল শ্রী সি. এইচ. বিজয়শংকর শ্রীমতী বিশারদের অনুরোধপত্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং তাঁর প্রচেষ্টার প্রশংসা করেন।
এই উদ্যোগে নতুন করে আশার আলো জ্বলেছে যে, শিলঙের ঐতিহ্যবাহী স্থানগুলো আগামী দিনে জাতীয় ঐতিহ্যের মর্যাদা পাবে।

No comments