Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পাণ্ডুর প্রবীণ নাগরিকদের শোক সভার আয়োজন।


গুয়াহাটি  ২৪ সেপ্টেম্বর:  এন এফ রেলওয়ে  পেনশন এসোসিয়েশনের  প্রবীণ নাগরিকরা ও সমস্ত সদস্যরা সদ্য প্রয়াত শিল্পী জুবিন গার্গের  আকস্মিক অকাল মৃত্যুতে  শোকাস্তব্ধ ।   প্রয়াত জুবিন গার্গের স্মৃতিতেI প্রবীণ নাগরিকরা   পান্ডু পেনশন অফিসে বুধবার সকালে  এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেন।  এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে একে একে করে সকলে জুবিন গার্গের প্রতিচ্ছবিতে  পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।  এক শোক প্রস্তাব বিজ্ঞপ্তিতে  এন এফ আরপিএর  পক্ষ থেকে সাধারণ সম্পাদক শক্তিময় কাঞ্জিলাল বলেন  জুবিন গার্গ ভারতবর্ষের সাংস্কৃতিক গৌরব।  তিনি অসমীয়া, বাংলা, হিন্দি,ও অনন্যা ভাষায়  গানের সকলকে মুগ্ধ করেছিলেন। তার অকাল মৃত্যুতে সাংস্কৃতিক জগতে এক  অপূরণীয় ক্ষতি।শিল্পীর মৃত্যুতে প্রবীণ নাগরিকের  সংগঠনের  শোকাহত পরিবারকে আন্তরিক সমবেদনা জানানো হয়।  সভায় প্রয়াত শিল্পীর  আত্মার শান্তি কামনা করে  এক মিনিট নীরবতা পালন করা হয়।

No comments

Powered by Blogger.