Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

'দুবাইয়ের বুর্জ খলিফায় সেজে উঠবে', পাণ্ডুর জয় হিন্দ ক্লাবের দুর্গাপূজা



গুয়াহাটি ২৪ সেপ্টেম্বর: পাণ্ডুর অন্যতম প্রাচীন ও জনপ্রিয় সার্বজনীন দুর্গাপূজা, জয় হিন্দ ক্লাবের পূজা।  এবারে দুর্গোৎসব পা রাখল ৭৮ বছরে।   এই পূজা সূচনা যারা  করেছিল তারা আজ অনেকেই নেই রয়ে গেছে তাদের স্মৃতি।  আর যারা আছেন তারাও এখন অনেক বৃদ্ধ । 

জয় হিন্দ ক্লাবের সভাপতি কল্লোল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক উৎপল দাস জানান, এবারের দুর্গাপূজার থিম থাকবে আন্তর্জাতিক মেজাজে — "দুবাইয়ের বুর্জ খলিফা"। থিমের রূপায়ণে দায়িত্বে রয়েছে ‘পাণ্ডু রাজ দ্বীপ ডেকোরেটর’, যারা থিমের সৌন্দর্য ও আভিজাত্যে ভরিয়ে তুলবেন পূজা মণ্ডপকে। মন্ডপের কাজ দিনরাত্রি জোর কদমে কাজ চলছে।

দুর্গা প্রতিমার বিশেষত্বও এবারে নজর কাড়ার মতো। বিখ্যাত প্রতিমাশিল্পী উপেন পাল মায়ের প্রতিমা নির্মাণ করবেন। ১৬ ফুট উচ্চতার মূর্তিতে দেবী দুর্গার পাঁচটি রূপ তুলে ধরা হবে, যা এবারের অন্যতম আকর্ষণ। প্রতিমা নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১,৪০,০০০ টাকা।

সারা পাড়া জুড়ে পূজার প্রস্তুতি নিয়ে মানুষের মধ্যে উচ্ছ্বাসের কমতি নেই। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, এবারের পূজার আনুমানিক বাজেট ১৮ থেকে ২০ লক্ষ টাকা। শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষ, যুবক-যুবতী—সকলেই বিগত কয়েক মাস ধরে নিজ নিজ দায়িত্ব নিয়ে পূজার প্রস্তুতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

পাণ্ডুর দুর্গাপূজা মানেই উৎসব, ঐক্য ও ঐতিহ্যের মিলনমেলা। এবারের থিম ও আভিজাত্য নিশ্চিতভাবে দর্শনার্থীদের নজর কাড়বে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

No comments

Powered by Blogger.