নীলগিরি অ্যাপার্টমেন্টের দুর্গাপূজা: ঘরোয়া আয়োজন
গুয়াহাটি ২৪ সেপ্টেম্বর - জালুকবাড়ি থেকে মালিগাঁও যাওয়ার পথে অবস্থিত নীলগিরি অ্যাপার্টমেন্ট এবার তাদের দুর্গাপূজা উদযাপন করতে চলেছে। এই আবাসনে ৫৫টি পরিবার বসবাস করে। আবাসনের সভাপতি টিকেন্দ্রজিৎ শর্মা এবং সাধারণ সম্পাদক মিনা ব্যানার্জি জানিয়েছেন, মিনা ব্যানার্জি দীর্ঘ কয়েক বছর ধরে সম্পাদকের পদে রয়েছেন ও আবাসনের সকল মহিলারাই তার সঙ্গে সহযোগিতা করে পূজার আয়োজন করেন। পূজার কটা দিন নীলগিরির সকল বাসিন্দা মিলেমিশে এক বিশাল পরিবারে পরিণত হন, সংসারের দায়িত্ব ভুলে আনন্দ উপভোগ করেন।
পুরুষ সদস্যরাও পূজার আয়োজনে সহায়তা আরও আনন্দময় করে তোলে। ঘরোয়া পদ্ধতিতে এবং সকল নিয়ম-নীতি মেনে পূজার আয়োজন করা হয়।
এবারের দুর্গাপূজায় সাবেকি প্রতিমা স্থাপন করা হবে, প্রতিমা নির্মাণের দায়িত্বে আছেন মৃৎশিল্পী বিক্রম পাল, মাতৃ শিল্পালয় থেকে, যার জন্য প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে।
অত্যাধুনিক প্যান্ডেল তৈরি করা হবে দায়িত্বে থাকবে গৌতম ডেকোরেটর ।মহা পঞ্চমীর দিন থেকে পূজা শুরু হবে। প্যান্ডেলের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ও প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা থাকবে। এ ছাড়াও থাকবে অত্যাধুনিক আলোকসজ্জা, যা এই পূজাকে আরও বিশেষ করে তুলবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

No comments