Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

কামাখ্যা স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন জন্য প্রস্তুত।



 গুয়াহাটি, ৯  জানুয়ারী, ২০২৬: ভারতের প্রথম বন্ধেভারত স্লিপার ট্রেনটি  শুক্রবার আসামের কামাখ্যা স্টেশনে এসে পৌঁছায়। আগামী ১৭ই জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  এর উদ্বোধন করবেন।

১৬টি কোচের এই রেকটিতে মোট ৮২৩ জন যাত্রী বহনক্ষমতা রয়েছে, যার মধ্যে ১১টি এসি খ্রি-টিয়ার কোচ, ৪টি এসি টু-টিয়ার কোচ  ও ১টি ফাস্ট এসি কোচ রয়েছে। ট্রেনটি ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগে চলার সক্ষমতা নিয়ে ডিজাইন করা হয়েছে।
দিব্যাঙ্গ যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা, আধুনিক শৌচাগার ও উন্নত জীবাণুনাশক প্রযুক্তি স্বাস্থ্যবিধি, মেনে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আরও শক্তিশালী করা হয়েছে। 

মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন এই পরিষেবা চালু হওয়ার ফলে আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্য ভাবে উন্নত হবে ও আসামের কামাখ্যা স্টেশন , বঙাইগাঁও এবং পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া, এলাকাগুলিতে আঞ্চলিক গতিশীলতা, বাণিজ্য, পর্যটন  উন্নয়নকে সাহায্য করবে।

No comments

Powered by Blogger.