Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

মা কামাক্ষা ধামে যাওয়ার নতুন পথে বাঘের উন্মুক্ত বিচরণে চরম আতঙ্ক।




গুয়াহাটি, ২৩ ডিসেম্বর: নীলাচল পাহাড় এলাকায় ফের বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে পান্ডু থেকে মা কামাক্ষা ধামে যাওয়ার নতুন পথে উন্মুক্তভাবে বাঘের বিচরণ লক্ষ্য করা যায় বলে জানা গেছে। এর ফলে পথচারী ও এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক ভয় ও উৎকণ্ঠার সৃষ্টি হয়।

প্রাপ্ত তথ্য খবর অনুযায়ী, নীলাচল পাহাড় সংলগ্ন এই নতুন রাস্তা দিয়ে প্রতিদিন  মানুষ ও  গাড়ি যাতায়াত করে। বিশেষ করে সন্ধ্যার পর এই পথে চলাচলকারী পথচারীরা এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। 

একদিন রাতে বাঘের উন্মুক্ত বিচরণের দৃশ্য পথচারীদের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিও ইতিমধ্যেই এলাকায় ছড়িয়ে পড়েছে ও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় আতঙ্ক আরও ছড়ায়। ভিডিওতে দেখা যায়  অন্ধকার রাস্তায় নির্বিঘ্নে হেঁটে যায় বাঘটি  ।\


এলাকার মানুষ প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, অবিলম্বে বন দপ্তরের হস্তক্ষেপ, করা দরকার প্রয়োজনে ওই পথে রাতের বেলায় যান চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি।

No comments

Powered by Blogger.