Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পাণ্ডুতে ড্রাগস্ বিরোধী সচেতনতা গড়ে তুলতে ব্যতিক্রমী সাইকেল র‍্যালি


 গুয়াহাটি, ১৪ ডিসেম্বর: পাণ্ডু তথা জালুকবাড়ি সমষ্টি এলাকায় ড্রাগস্ সেবনকারী ও ড্রাগস্ বিক্রেতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় সচেতন নাগরিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।  নবপ্রজন্ম যাতে এই মারাত্মক সামাজিক ব্যাধির কবলে না পড়ে, সে বিষয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ চিন্তিত। এই প্রেক্ষাপটে ড্রাগসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে রবিবার সকালে পাণ্ডুতে এক ব্যতিক্রমী সাইকেল র‍্যালির আয়োজন করা হয়।

পাণ্ডু আনন্দ নগর লিগেসি সোশ্যাল এন্ড কালচারাল গ্রুপ ও পত্রিকা গোষ্ঠী একা-এবং কয়েকজন উদ্যোগে সচেতন নাগরিকের সহযোগিতায় এই ড্রাগস্ বিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ৬টা ৩০ মিনিটে পাণ্ডু লোকো কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি পাণ্ডু ও মালিগাঁও এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় লোকো কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণেই এসে শেষ হয়।



এই সচেতনতা মূলক সাইকেল র‍্যালিতে আদর্শ উচ্চ বিদ্যালয়, বিদ্যানিকেতন হাই স্কুল ও এম পি এম ই হাই স্কুলের প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তাদের সঙ্গে এলাকার যুবক-যুবতী ও প্রবীণ নাগরিকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। হাতে হাতে সচেতনতা মূলক বার্তা ও জুবিন গার্গের গানের মাধ্যমে অংশগ্রহণকারীরা ড্রাগসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ পরিমল ভট্টাচার্য, ডঃ বিভাস পুরকায়স্থ এবং ডঃ শান্তনু রায় চৌধুরী। তারা তাঁদের বক্তব্যে বর্তমান সমাজের বাস্তবতা ও নবপ্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করেন। বক্তারা ড্রাগস্ সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সকলকে সতর্ক করে দিয়ে বলেন, সুস্থ শরীর ও সুন্দর জীবনের জন্য ড্রাগস থেকে দূরে থাকা একান্ত প্রয়োজন। তাঁরা নবপ্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কাজে মনোনিবেশ করে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

এই সাইকেল র‍্যালির মাধ্যমে পাণ্ডু এলাকায় ড্রাগস্ বিরোধী সচেতনতা আরও জোরদার হবে বলে উদ্যোক্তারা আশাবাদী।


 


No comments

Powered by Blogger.