Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পাণ্ডু সাৰ্বজনীন নৌকা পূজার আয়োজন।


গুয়াহাটি, ১৬ ডিসেম্বর, প্রতি বছরের ন্যায় এবারও পান্ডু নিউ কলোনীতে সাৰ্বজনীন নৌকা পূজার আয়োজন করা হয়েছে।

আগামী১৬ ডিসেম্বর মঙ্গলবার কৃষ্ণা দ্বাদশীতে সন্ধ্যা সময় অধিবাস। ১৭ ডিসেম্বর বুধবার কৃষ্ণা ত্রয়োদর্শীতে চতুর্দশী এদিন শিব, দক্ষিনাকালী, গণেশ, কার্তিক, লক্ষ্মী-নারায়ন, ব্রহ্মা, সরস্বতী ও মাতঙ্গী পুজা। বিকালে ভগ্নি সম্মিলন ও সত্যনারায়ণ সেবা। 
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণা চতুর্দশী শেষরাত্রি ঘন অমাবস্যা ১৯ ডিসেম্বর শুক্রবার শিব, দক্ষিনাকালী, কমলা, ষোড়শী, অর্জুন, তারা, ও জগদ্ধাত্রি পুজা। অমাবস্যা রাত্রিতে, শিব, দlক্ষিনাকালী, ভৈবণী, কামাখ্যা পুজা বিকাল পাঁচটায় শনি পূজা, রাত্রি ৯ টা সময় ছিন্নমস্ত পুজা
 ২০ ডিসেম্বর শনিবার শির, দক্ষিনাকালী, ভূৱনেশ্বরী নরসিংহ, শীতলা পূজা
 ২১ ডিসেম্বর ববিবার শিব, দক্ষিনাকালী, গঙ্গা, বিশ্বকর্মা, ধূমাবতী পূজা
 ২২ ডিসেম্বর সোমবার  শিব, দক্ষিনাকালী, বিশ্বরূপ, রাম-সীতা  লক্ষন পূজা
২৩ ডিসেম্বর মঙ্গলবার  শিব, দক্ষিনাকালী, হনুমান, মনসা  ও বগালা পূজা
২৪ ডিসেম্বর বুধবার  শিব, দক্ষিনাকালী, জগন্নাথ, সুভদ্র, বলভদ্র, যুগল পুজা দুপুরে ২ টা সময় মহাযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। পূজায় সকল ভক্তদের উপস্থিত থাকার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

 

No comments

Powered by Blogger.