Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

দুদিনের কার্যসূচিতে অসম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


গুয়াহাটি,১৮ ডিসেম্বর: দুদিনের বিভিন্ন কার্যসূচি নিয়ে অসম ভ্রমনে  আসবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ।তিনি গুয়াহাটি  ও নামরূপের বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ করবেন ।
২০ ডিসেম্বর দুপুরের দিকে গুয়াহাটি পৌছবেন প্রধানমন্ত্রী। এদিন তিনি গুয়াহাটির বড়ঝাড় স্থিত  লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তরাষ্ট্রীয়  বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করবেন। সাথে তিনি লোকপ্রিয় গোপীনাথ বরদলৈএর ২১ফুট উচ্চতার এক প্রতিমূর্তি উন্মোচন করবেন। এদিন তিনি  বিমানবন্দরের এক বিশাল জনসভাতে অংশগ্রহণ করবেন ।
 ২০ ডিসেম্বরের দিনই বিজেপির মুখ্য কার্যালয়ের অটলবিহারী বাজপেয়ীভবনে বিজেপির প্রবীণ ও নবীন কার্যকর্তাদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। রাতে তিনি রাজ্যিক অতিথিশালায় থাকবেন  ।

 ২১ ডিসেম্বরের সকালে উজানবাজার স্থিত শান্তি উদ্যানে মেধাবী ছাত্র-ছাত্রীদের সাথে "পরীক্ষা পে  চর্চা " নামক কার্যক্রমে অংশগ্রহণ করে ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পশ্চিম বরাগাঁও অবস্থিত শহীদ স্মারক ক্ষেত্রের শহীদের শ্রদ্ধাঞ্জলি জানাবেন ।গুয়াহাটি থেকে প্রধানমন্ত্রী নামরূপের সার কারখানার এক নতুন প্রকল্পের আধারশিলা  স্থাপন করবেন সাথে তিনি এক বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন।

No comments

Powered by Blogger.