Monday, November 10, 2025

'বিশেষ খাদ্য সেবা দিবসের শুভরাম্ভ।



গুয়াহাটি ১০  নভেম্বর : আসাম সরকার সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য সমানভাবে   চিন্তা করে । সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, রেশন কার্ডধারীরা সোমবার থেকে  'বিশেষ খাদ্য সেবা দিবসের' মাধ্যমে  মুসুর ডাল, চিনি, ও লবণ  উচিত মূল্যে প্রাপ্ত করতে পারবেন।  এই বিশেষ সেবা ১৯ নভেম্বরের শেষ হবে।

No comments:

Post a Comment