গুয়াহাটি ১০ নভেম্বর ভারতীয় বায়ু সেনার ৯৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গুয়াহাটির ব্রহ্মপুত্র নদীর পারে লাচিত ঘাটে রাবিবার ছিল ভারতীয় বায়ু সেনার প্রদর্শনীর শেষ দিন। এদিন সকাল থেকে লাচিত ঘাটে ধীরে ধীরে ভিড় জমতে থাকে। লাচিত ঘাটে যাওয়ার পথে সিটি বাস ও বড় গাড়ী যাতায়াত বন্ধ হয়ে যায়। বেশিরভাগ মানুষ পায়ে হেঁটে ও ব্যক্তিগত বাহনে লাচিত খাটে পৌঁছায়। প্রদর্শনী শেষ এর পর রাস্তায় যানজটে এক অভাবনীয় পরিবেশের সৃষ্টি হয়।
সচেতন নাগরিকদের বক্তব্য লাচিত খাটি বায়ুসেনার প্রদর্শনীর কথা প্রশাসনের অবগত ছিল তা সত্বেও এই অভাবনীয় পরিস্থিতির জন্য সচেতন নাগরিক আঙ্গুল তুলল যানবাহন পুলিশের দিকে।
No comments:
Post a Comment