জালুকবাড়িতে ডঃ মামনি রয়সম গোস্বামীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের এর আয়োজন।
গুয়াহাটি,২৯ নভেম্বর: নগরের জালুকবাড়িতে জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী ডঃ মামনি রয়সম গোস্বামীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ, মহিলা পরিষদ ,কামরূপ জেলা সমিতির উদ্যোগে নাগরিক কমিটি ও প্রথম প্রয়াসে সহযোগে জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী ডঃ মামনি রয়সম গোস্বামীর ১৪ তম স্মৃতি দিবস পালন করা হয়। এই উপলক্ষে শনিবার সন্ধ্যায় ঝালুকবাড়িতে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার বহু ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

No comments