গুয়াহাটি ১০ নভেম্বর ভারতীয় বায়ু সেনার ৯৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গুয়াহাটির ব্রহ্মপুত্র নদীর পারে লাচিত ঘাটে তিনদিনব্যাপী প্রদর্শনী হয় এক মনোমুগ্ধকর আকাশ প্রদর্শনী। রাবিবার ছিল ভারতীয় বায়ু সেনার প্রদর্শনীর শেষ দিন। এই প্রদর্শননিতে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা , সহধর্মিনী রিনিকি ভূঁইয়া শর্মা, আসামের গভর্নর লক্ষ্মণ প্রাসাদ আচার্য , ভারতীয় বায়ু সেনার উচ্চ অধিকারীরা ও অসমবাসী।
এদিন গুয়াহাটি লাচিত ঘাটে ভারতীয় বায়ুসেনার ৭৫টি বিমান যুদ্ধবিমান গর্জন করে নীল আকাশে বিকট শব্দ করে বিভিন্ন প্রকার কলা কৌশলে দর্শকের মন আপ্লুত ও মুগ্ধ করল।
এই প্রদর্শনী উত্তর-পূর্বাঞ্চলে প্রথম উড়ন্ত প্রদর্শনীটি শক্তি, দক্ষতা ও ভারতীয়র এক শ্বাসরুদ্ধকর প্রদর্শনী ছিল। বিশেষ করে 'চিকেন নেক' ও চারটি আন্তর্জাতিক সীমান্ত দ্বারা আচ্ছাদিত ভারতীয় বিমান বাহিনীর যোদ্ধারা দেশের ভেতরে ও বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই এর উৎসাহিত প্রদর্শনী ছিল

No comments:
Post a Comment