Tuesday, November 4, 2025

পান্ডুতে পেনশনারদের জীবন প্রমাণ পত্র দাখিল উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত


 
গুয়াহাটি, ৪ নভেম্বর — পাণ্ডু জয়মতি নগরের দুর্গা মণ্ডপে সোমবার এন এফ রেলওয়ে পেনশনারদের  ‘জীবন প্রমাণ পত্র দাখিল’ বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বর্তমান ডিজিটাল যুগে কীভাবে পেনশনাররা মোবাইলের মাধ্যমে অনলাইনে জীবন প্রমাণ পত্র দাখিল করতে পারবেন, তার বিস্তারিত অনলাইন প্রক্রিয়া উপস্থিত পেনশনারদের বুঝিয়ে দেওয়া হয়। সরকারিভাবে এই প্রক্রিয়াটি “ভি এল সি” নামে পরিচিত। কেন্দ্রীয় পেনশন মন্ত্রণালয় অধীনে (ডি ও পি পি ডব্লিউ) বিভাগ থেকে এবারে পেনশনার সংগঠনকে জীবন প্রমাণ প্রচার কার্যক্রম পরিচালনার জন্য একটি সরকারি ব্যানার প্রদান করা হয়।

এন এফ রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশন এই উদ্যোগকে সাধারণ পেনশনারদের মধ্যে প্রসারিত করতে বিভিন্ন এলাকায় আলোচনা সভার আয়োজন করছে। মালিগাঁও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সরকার এই উদ্যোগে বিশেষ সহযোগিতা প্রদান করেছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন এফ রেলওয়ের সি পি ও (আই আর) শশাঙ্ক শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন এস বি আই-এর এ জি এম শ্রীময়ী চম্পা রায় (সি পি পি সি), মালিগাঁও শাখার ব্রাঞ্চ চীফ ম্যানেজার এস পান্ডে এবং কেন্দ্রীয় সরকারের সেক্রেটারি, যাঁরা এই কর্মসূচিতে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করেন।

অনুষ্ঠানের সূচনা করেন পাণ্ডু শাখার এন এফ রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রতিপ চক্রবর্তী। সাধারণ সম্পাদক হিমাংশু দাস উদ্বোধনী বক্তব্য রাখেন, এবং সংগঠনের সাধারণ সম্পাদক শক্তিময় কাঞ্জিলালও তাঁর মতামত ব্যক্ত করেন।

সভায় প্রায় ৭০ জন পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের অনলাইনে জীবন প্রমাণ পত্র সফলভাবে দাখিল করা হয়। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এন এফ রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment