Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

জালুকবারিতে লাচিত দিবস উদযাপন।



গুয়াহাটি,২৪ নভেম্বর: ৪০৩ সংখ্যক পবিত্ৰ বীর লাচিত দিবস উপলক্ষে  সোমবার  সকালে জালুকবারীস্থিত লাচিত বরফুকনের প্ৰতিমূৰ্ত্তিতে  জালুকবাড়ি সমজিলা আয়ুক্ত ড০ জীবন কৃ্ষ্ণ  গোস্বামী   পুস্পাঞ্জলি অৰ্পণ করেন। ওয়ার্ড কাউন্সিলার , জালুকবাড়ি সম জিলার সহকারী আয়ুক্ত ,ও প্ৰশাসনের কৰ্মচারী তথা স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য যে  ১৭ শতকের আহোম সেনাপতি লাচিত বরফুকনের সম্মানে প্রতি বছর ২৪ নভেম্বর লাচিত দিবস পালিত হয়। তিনি অসমিয়া গর্বের প্রতীক ও মুঘল আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব এবং কৌশলগত প্রতিভা জন্য  এই দিন টি স্মরণ করা হয়। তাঁর বীরত্বের স্মরণে এই দিনটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও  শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়।


 

No comments

Powered by Blogger.