মালিগাঁও তরুণ সংঘের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন।
গুয়াহাটি ১৮ অক্টোবর - মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে গুয়াহাটি পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতাপা সরকার সহযোগিতায় শনিবার ১৫তম অর্থ কমিশনের তহবিল দিয়ে তরুণ সংঘের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন গুয়াহাটি পৌর নিগমের মেয়র মৃগেন সরনিয়া । এই দিন থেকে ভবন টি জনগণের জন্য উন্মুক্ত করা হয়। এই দিন অনুষ্ঠানে উপস্থাপিত ছিলেন কাউন্সিলর সুতাপা সরকার, কাউন্সিলর কল্লোল চক্রবর্তী ও কাউন্সিলর অজয় চক্রবর্তী, বিজেপি জালুকবাড়ি মণ্ডলের সভাপতি পিয়াল শংকর দে, পৌর নিগমের কর্মকর্তা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।


No comments