Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি,মন্ডপে- মন্ডপে সিঁদুর খেললেন মহিলারা , নিলেন মার আশীর্বাদ

 
গুয়াহাটি, ৪ অক্টোবর: শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে মণ্ডপে -মণ্ডপে ভক্তরা দেবী দুর্গাকে বরণ করেন। সিঁদুর উলুধ্বনি ও শঙ্খের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। নারীরা বিশ্বাস করেন, এই সিঁদুর খেলা দেবী দুর্গার আশীর্বাদ স্বরূপ। বিজয়া দশমীর বিশেষ আকর্ষণ সিঁদুর খেলা আনন্দ নগর পূজা মণ্ডপ সহ সব পূজার মন্ডপে  দেখা যায়, মহিলাদের সিঁদুর কপালে ও গালে মেখে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন। চারপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কেউ কেউ মনের বাসনা পূরণের জন্য দেবীর চরণে অঞ্জলি দিচ্ছেন, আবার কেউ প্রার্থনা করছেন শান্তি ও সমৃদ্ধির জন্য।


সকালে নির্ধারিত সময়ে পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর পূজার আয়োজন। বাজতে থাকে ঢাক, কাশি, ঘণ্টা, শঙ্খ।  পূর্ণ হয় দেবী দুর্গার পূজা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মণ্ডপগুলোতে মানুষের ভিড় বাড়তে থাকে। সবাই শেষবারের মতো মায়ের দর্শন পেতে উদগ্রীব।

ভক্ত ও মহিলারা মনে করেন যে , সিঁদুর খেলার মাধ্যমে   দেবী যেন তাদের সুখ-শান্তিতে রাখেন। তাঁদের বিশ্বাস যে, এর মধ্য দিয়ে পরিবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসবে। বিদায়ের এই ক্ষণে আমাদের প্রত্যাশা, তিনি যেন আগামী বছর আবারও আমাদের মাঝে শুভাশিস নিয়ে ফিরে আসেন।


No comments

Powered by Blogger.