শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি,মন্ডপে- মন্ডপে সিঁদুর খেললেন মহিলারা , নিলেন মার আশীর্বাদ
সকালে নির্ধারিত সময়ে পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর পূজার আয়োজন। বাজতে থাকে ঢাক, কাশি, ঘণ্টা, শঙ্খ। পূর্ণ হয় দেবী দুর্গার পূজা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মণ্ডপগুলোতে মানুষের ভিড় বাড়তে থাকে। সবাই শেষবারের মতো মায়ের দর্শন পেতে উদগ্রীব।
ভক্ত ও মহিলারা মনে করেন যে , সিঁদুর খেলার মাধ্যমে দেবী যেন তাদের সুখ-শান্তিতে রাখেন। তাঁদের বিশ্বাস যে, এর মধ্য দিয়ে পরিবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসবে। বিদায়ের এই ক্ষণে আমাদের প্রত্যাশা, তিনি যেন আগামী বছর আবারও আমাদের মাঝে শুভাশিস নিয়ে ফিরে আসেন।



No comments