ব্রহ্মপুত্র ঘাটে ডি জে সাউন্ড ছাড়া দ্বিতীয় দিনে প্রতিমা বিসর্জনের পর উৎসবের সমাপ্তি
গুয়াহাটি ৪ অক্টোবর: প্রতিবারের ন্যায় এবারও ব্রহ্মপুত্র ঘাট, কাছারি ঘাট, লাচিত ঘাট, ও পাণ্ডু পোর্ট ঘাটে দ্বিতীয় দিনে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়।
প্রতিমা বিসর্জন দেখার জন্য সকাল থেকেই প্রতিটি ঘাটে সাধারণ মানুষের ভিড় দেখা যায় । পান্ডুর ঘাটে বৃহস্পতিবার প্রথম মা দুর্গা বিসর্জন দেয় পাণ্ডু ভারত সেবাশ্রম সংঘ। পান্ডু আশ্রমের মহারাজ সুব্রত মাহারাজ সকল ভক্তদের নিয়ে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করেন। এর পর এক করে রাত্রি প্রায় ১১ পযন্ত প্রায় ৬৫ টি মা দূর্গার মূর্তি বিসর্জন হয়।
দ্বিতীয় দিনের দুপুর থেকে সন্ধ্যা পযন্ত প্রায়১২ টা মা দুর্গা প্রতিমা বিসর্জন হয়। কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক দ্বিজেন্ লহকর জানায় যে রাত ১১ টা পয্যন্ত বিসর্জন প্রক্রিয়া চলবে। দ্বিতীয় দিনে প্রায় ৫০ টা প্রতিমা বিসর্জন হয়। দুই দিনে সর্বোমোট ১১৫ টি প্রতিমা বিসর্জন।
প্রতিবারের ন্যায় এবারও দুর্গা প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে করার জন্য দশমী ঘাটের কমিটির পক্ষ থেকে প্রতিযোগিতা রাখা হয়।
প্রথম পুরস্কার স্বর্গীয় কমল দের নামে স্মারকের দাঁতা শ্যামল ভট্টাচার্য ,ও দশমী ঘাটের পক্ষ থেকে নগদ ২০,০০০ টাকা প্রদান করা হবে। দ্বিতীয় পুরস্কার স্বর্গীয় নিদ্রা প্রভা লহকর স্মারকের দাঁতা দ্বিজেন লহকর । পুরস্কার নগদ ১৫০০০টাকা দাতা স্বর্গীয় বিমল কৃষ্ণ মোদকের পুত্র তন্ময় মোদক।
তৃতীয় পুরস্কার স্বর্গীয় আশু রঞ্জন সরকার । স্মারকের দাতা আশীষ সরকার ও নগদ ১০ হাজার টাকা কমিটির পক্ষ থেকে। চতুর্থ পুরস্কার স্বর্গীয় ঊষা রানী কুন্ডু ।স্মারকের দাতা শংকর কুন্ডু। পঞ্চম পুরস্কার স্বর্গীয় মা ও বাবার নামে।স্মারকের দাতা অসিত দে। ষষ্ঠ পুরস্কার স্বর্গীয় সুনীল কান্তি বড়ুয়া।স্মারকের দাতা অরিন্দম বড়ুয়া। সপ্তম পুরস্কার স্বর্গীয় মিনা বালা দাস ।স্মারকের দাতা ধর্মেন্দ্র দাস। অষ্টম পুরস্কার স্বর্গীয় ও গৌরী ধর এর নামে স্মারকের দাতা নাতি রাজিব ধর। নবম পুরস্কার স্বর্গীয় প্রফুল্ল রঞ্জন দাস।স্মারকের দাতা রূপচা দাস। দশম পুরস্কার শ্রেষ্ঠ মিডিয়া।স্মারক দাতা ভাইটি চৌধুরী ও পুরস্কার নগদ পাঁচ হাজার টাকা।
বিসর্জন প্রক্রিয়ায় সহযোগিতা করেন গুয়াহাটি মিউনিসিপালিটি কর্পোরেশন এইচডি আর এফ ,এনডিআরএফ, নাগরিক মহিলা সমিতি, দমকল বাহিনী, রেস্ট ক্যাম্প গাঁও রক্ষা বাহিনী, সিআরপিএফ , জালুকবাড়ি যানবাহন পুলিশ, জালুকবাড়ি পুলিশ। বিসর্জন কমিটির সকল সদস্য ও সদস্যরা। দুই দিন বিসর্জন ঘাট পরিচালনায় ছিলেন অজন্তা বৈস্য । সভাপতি নিমাই দাস , কার্যকরী সভাপতি শ্যামল ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক দ্বিজেন্ লহকর সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানায়।


No comments