নগাঁও, ২২ অক্টোবরঃ নগাঁও-বাটদ্রবা বিধানসভা কেন্দ্রের মোট ২৬,৫৮৫ জন মা বোনদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী কৃষি, পশুপালন, হস্তশিল্প ও অন্যান্য ক্ষেত্রে মহিলা উদ্যোক্তাদের বিকাশের জন্য প্রতিটি উদীয়মান নারীকে ১০ হাজার টাকার চেক প্রদান করলেন।
১৯,৬২৮ জন উদীয়মান নারী গ্রামীণ এলাকা ও ৬,৯৫৭ জন উদীয়মান নারী শহরাঞ্চল থেকে এই প্রকল্পে লাভবান ও উপকৃত হবেন ।এই সভায় বুধবার ২৭ হাজারেরও বেশি মা-বোনরা উপস্থিতি থাকেন ।প্রায় ৫৮ কোটিরও বেশি টাকা এই এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে।
এই অনুষ্ঠানে ভারতরত্ন ড. ভূপেন হাজারিকাদেবের অমর গান ‘মানুহে মানুহৰ বাবে’ গানটি গেয়ে মুখ্যমন্ত্রী আবেগে আপ্লুত হয়ে পরেন।


No comments:
Post a Comment