Wednesday, October 22, 2025

নলবাড়িতে রাস উৎসবে জুবিন গার্গের গান গাইবেন ১০ হাজার শিল্পী।


 নলবাড়ি, ২২ অক্টোবরঃ    ৯২ সংখ্যক রাস উৎসব উপলক্ষ্যে নলবাড়ি হরি মন্দির প্রাঙ্গণে ১০হাজার শিল্পী  একসাথে  প্রয়াত জুবিন গার্গের   মায়াবিনি  গানটি গাইবেন ।গান গাইতে ইচ্ছুক শিল্পীরা অনলাইনে আবেদন করতে পারবেন ।  ৬ই নভেম্বর বিকেল তিনটের সময় গর্ডন স্কুলের মাঠে  জুবিন গার্গের  মায়াবিনি গাওয়া গানটি গাওয়া হবে।

No comments:

Post a Comment