মালিগাঁও কালীবাড়িতে দুর্গার রূপ উন্মোচন করলেন এন.এফ. রেলওয়ের জিএম
ছবি: শুভময় ভট্টাচার্য
গুয়াহাটি, ২৭ সেপ্টেম্বরঃ অপরিসীম ভক্তি ও আবেগঘন পরিবেশে মালিগাঁও কালীবাড়ি পরিচালনা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো ৭৫তম বর্ষ প্ল্যাটিনিয়াম জয়ন্তী দুর্গোৎসবের উদ্বোধন। এ বছরের মায়ের রূপ উন্মোচন করেন এন.এফ. রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিনী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সূচনায় শ্রীবাস্তব প্রথমেই মন্দিরে গিয়ে মা কালিকে প্রণাম জানান। এরপর সদ্যপ্রয়াত সংগীত সম্রাট জুবিন গার্গের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তিনি মা দুর্গার প্রতিমার রূপ উন্মোচন করেন। এই আবেগঘন মুহূর্তে উপস্থিত সকলেই শিল্পীর অকাল প্রয়াণে শোকাভিভূত হয়ে পড়েন।
দুর্গোৎসব উপলক্ষে প্রকাশিত বার্ষিক স্মারকগ্রন্থ “অর্ঘ্য”-র উন্মোচনও করেন চেতন শ্রীবাস্তব ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় আগমনী নৃত্যনাটিকা, যা মুহূর্তের মধ্যেই দর্শকদের মন জয় করে তোলে এবং পরিবেশকে করে তোলে উৎসবমুখর।
তবে এবারের সাংস্কৃতিক অনুষ্ঠানে এক বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে আয়োজক কমিটি। সদ্যপ্রয়াত জুবিন গার্গকে সম্মান জানাতে এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়। ।
৭৫ বছরের ইতিহাসে প্ল্যাটিনিয়াম জয়ন্তীর এই দুর্গোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, বরং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও এক বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে।

No comments