Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

জয় হিন্দ ক্লাবে ১৬ ফিট উচ্চতার মা, বুর্জ খালিফা থিমে উজ্জ্বল দুর্গোৎসব



গুয়াহাটি, ২৭ সেপ্টেম্বরঃ গুয়াহাটির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দুর্গোৎসবগুলির মধ্যে জয় হিন্দ ক্লাবের দুর্গাপূজা এ বছর পা দিল ৭৯ বছরে। প্রতি বছরই নতুন চমক ও ভিন্ন স্বাদের থিমে সেজে ওঠা এই পূজা এবার দর্শনার্থীদের মন কাড়ছে দুবাইয়ের বুর্জ খালিফা থিমে। পূজামণ্ডপে সযত্নে নির্মিত হয়েছে ঝলমলে স্থাপত্য, আর তার মধ্যেই উন্মোচন করা হল ১৬ ফিট উচ্চতার মা দুর্গার প্রতিমা।

শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মায়ের রূপ উন্মোচন করেন গড়িও মঠের স্বামীজি গোবিন্দ মহারাজ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক কল্লোল চক্রবর্তী, সাংবাদিক দেবযানী পাটিকর এবং এলাকার অন্যান্য প্রবীণ নাগরিক ও বিশিষ্ট ব্যক্তিরা।



অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রবীণ নাগরিক ও বিশিষ্ট অতিথিদের সম্বর্ধনা, যেখানে এগিয়ে আসে নবপ্রজন্মের তরুণরা। পূজার পরিবেশে যুক্ত হয় আবেগঘন এক মুহূর্ত, যখন সকলে সদ্য প্রয়াত বিশ্ববিখ্যাত সংগীত শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মণ্ডপ প্রাঙ্গণে একে একে সকলেই তাঁকে পুষ্পাঞ্জলি নিবেদন করেন এবং এক মিনিট নীরবতা পালন করে প্রয়াত শিল্পীর স্মৃতিকে শ্রদ্ধা জানান।

এরপর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এ বছরের থিম—বুর্জ খালিফা। ঝলমলে আলোকসজ্জা ও নান্দনিক সাজসজ্জা এই থিমকে এক নতুন মাত্রা দিয়েছে। উপস্থিত দর্শকরা একযোগে জানান, জয় হিন্দ ক্লাবের পূজা শুধু আধ্যাত্মিক নয়, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক সংহতিরও প্রতীক হয়ে উঠেছে।

সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন অজন্তা বৈশ্য। এভাবেই ৭৯ বছরের গৌরবময় ইতিহাসে আরও একটি উজ্জ্বল অধ্যায় যোগ করল জয় হিন্দ ক্লাবের দুর্গোৎসব।
 


 


No comments

Powered by Blogger.