Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

জারোয়া আদিবাসী জীবনের অনন্য থিম: পাণ্ডু কামাখ্যা কলোনির দুর্গা পূজা




গুয়াহাটি ২৩  সেপ্টেম্বরঃ এবার পাণ্ডু কামাখ্যা কলোনির দুর্গা পূজার থিমে ফুটে উঠছে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের এক আদিম আদিবাসী গোষ্ঠী—জারোয়াদের জীবনযাপন। শিকার ও সংগ্রহের ওপর নির্ভরশীল এই জনগোষ্ঠী প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। ফলমূল, পশু-পাখি আর প্রাকৃতিক সম্পদের ওপর ভিত্তি করে তাদের প্রতিদিনের জীবনযাত্রাকে কেন্দ্র করেই সাজানো হচ্ছে এ বছরের পূজার মণ্ডপ।

রাস্তা থেকে মূল মণ্ডপ পর্যন্ত স্থাপন করা হবে প্রায় ৩৫টি মূর্তি, যেখানে প্রতিফলিত হবে আদিবাসীদের দৈনন্দিন জীবন। মণ্ডপের অভ্যন্তরে তৈরি করা হচ্ছে গভীর জঙ্গল ও গুহা, যা দর্শনার্থীদের একেবারে আদিম জীবনের পরিবেশে নিয়ে যাবে। পুরো পরিবেশ সাজানো হচ্ছে সম্পূর্ণ ইকো-ফ্রেন্ডলি উপকরণ দিয়ে। প্লাস্টিক বা কেমিক্যালের ব্যবহার এখানে একেবারেই থাকবে না।

মণ্ডপ সাজানোর জন্য ব্যবহৃত উপকরণের তালিকা সত্যিই বিস্ময়কর—হোগলা পাতা, খড়ি কাঠি, ফুল ঝাড়ু, মাদুর, বেলকুপ, নাড়িকেল মালা, কাটবাদাম, লতা লিলি, মেহগনি ফল, বেদফল, বেলখোলা, বাবুই দাড়ি, চাটাই, কাঠ গোলাপ, অর্কিড পাতা, সাইকাস পাতা, তালপাতা, পিপল পাতা থেকে শুরু করে তাল সর্পিল, সূর্যের কাঠ, রজনী মালা পর্যন্ত। সব উপকরণ সংগ্রহ করা হয়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গের ঘন জঙ্গল থেকে।

 

মূর্তি নির্মাণের দায়িত্বে রয়েছেন মুশিদাবাদের খ্যাতনামা মৃৎশিল্পী অমিত পারামানিক ও রামেন পাল। রাজকীয় রূপে সজ্জিত হবেন দেবী দুর্গা। মণ্ডপ নির্মাণে নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গের শিল্পী প্রবীর দত্ত ও অমল হাজারা। আলোকসজ্জার দায়িত্বে রয়েছে আলিপুরদুয়ারের ধর ইলেক্ট্রিক্যাল, আর ঢাকের তালে দর্শনার্থীদের মাতাবে ধুবড়ির ঢাকিদের দল।

কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, পঞ্চমীর দিন এক বিশিষ্ট ব্যক্তির হাতে দেবীর মূর্তির উন্মোচন করা হবে। পাশাপাশি পূজার আগের দিন দুস্থদের হাতে নতুন কাপড় তুলে দেওয়ার উদ্যোগও নিয়েছে কমিটি। 

উল্লেখযোগ্য বিষয়, পূজা পরিচালনায়  দায়িত্বে আছে বিশিষ্ট সদস্য বাদল দাস। এবারের আয়োজনে পুরুষদের পাশাপাশি মহিলারাও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রায় ২৪ লক্ষ টাকার বাজেট নিয়ে আয়োজন করা এ পূজা ইতিমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

পাণ্ডু কামাখ্যা কলোনির এবারের দুর্গা পূজা শুধু এক পূজাই নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্কের এক অনন্য শিল্পিত উপস্থাপনা।


No comments

Powered by Blogger.