Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পূর্ব পাণ্ডব নগর হাউজিং সোসাইটির ৮ তম বর্ষের দুর্গা পূজার প্রস্তুতি




গুয়াহাটি: ২৩ সেপ্টেম্বর ২৫:- পূর্ব পাণ্ডব নগর হাউজিং সোসাইটি এবার তাদের ৮ তম বর্ষের দুর্গা পূজার প্রস্তুতিতে ব্যস্ত। মোটামুটি ২৫টি পরিবার এই পূজার আয়োজনে অংশগ্রহণ করছে। প্রতিবারের মতো এবারও পূজাকে ঘিরে এলাকায় উদ্দীপনা দেখা যাচ্ছে।

এবারের পূজায়  পশ্চিমবঙ্গের মৃৎশিল্পী রমেন পাল ও অমিত প্রামানিক প্রতিমা তৈরি করছেন। তাঁদের হাতে গড়া প্রতিমার সৌন্দর্য ইতিমধ্যেই এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে। প্রতিমার মূল্য ধার্য হয়েছে ৫৫,০০০/- টাকা, প্রতিমার মূল্য বহন করবেন আবাসের সদস্য অনুপ চক্রবর্তী। তার এই মহান চিন্তাধারায় সকলে  উৎফুল্ল।

প্যান্ডাল ও  ফুলের সাজ সজ্জার জন্য এবার খরচা ধরা হয়েছে ৫০,০০০/- টাকা। বাসু ডেকরেটার, , এই বছরের প্যান্ডাল সজ্জার দায়িত্বে রয়েছেন। প্যান্ডালটি কাপড় দিয়ে সাজানো হবে,  ফুল দিয়ে সাজাবেন সন্দীপ দে। আলোক সজ্জায় রয়েছেন নিমাই বণিক, যিনি পাণ্ডু কলেজ গেট থেকে এসেছেন। ৪০,০০০/- টাকার আলোক সজ্জা দিয়ে মণ্ডপটি আরও জমকালো করে তোলা হবে। 


ষষ্ঠী থেকে শুভারম্ভ হবে এই পূজার। পূজার উদ্বোধন করবেন  ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী বরুনানন্দ মহারাজ। যিনি পূজা উদ্বোধনের পর একটি ভাষণ প্রদান করবেন। তাঁর ভাষণে থাকছে সমাজ ও সংস্কৃতির নানা দিক নিয়ে আলোচনা, যা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করবে।

এবারের পূজার পুরোহিত হিসেবে থাকছেন  মানিক ভট্টাচার্য তাঁর নেতৃত্বে পূজার প্রতিটি আচার-অনুষ্ঠান শাস্ত্র অনুযায়ী সুষ্ঠুভাবে পরিচালিত হবে। এছাড়াও পূজার দিনগুলোতে ঢাক বাজানোর জন্য থাকছেন দক্ষ ঢাকির দল। পূজার সভাপতি হিসেবে রয়েছেন প্রশান্ত কুমার বণিক ও সম্পাদক হিসেবে রয়েছেন  অভিজিৎ নাগ।  এছাড়াও পূজা কমিটির প্রতিজন সদস্যই সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।

No comments

Powered by Blogger.