Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

কামাখ্যা বিদ্যালয় এল্যুমনাই এসোসিয়েশান এর তরফে জুবিন গার্গের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

 


গুয়াহাটি ২২ সেপ্টেম্বর-  মালিগাঁও এলাকায় কামাখ্যা বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দ্বারা রবিবার সন্ধ্যায় ৬ ঘটিকায় অনাড়ম্বর ভাবে সকলের শ্রদ্ধার অসম তথা ভারতের অন্যতম বিশিষ্ট সংগীত শিল্পী জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভার আয়োজন করা হয়। 


উক্ত সভায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ওল বিভিন্ন শিক্ষা বর্ষের প্রাক্তনীরা অংশ গ্রহণ করেন। সভার শুরুতে শ্রদ্ধেয় জুবিন গার্গের ফোটেতে পুস্পাঞ্জলী দিয়ে ও প্রদীপ প্রজ্বলন করে সভার আরম্ভনী করা হয় ও এক মিনিট  নীরবতা পালন করে শোক প্রকাশ করা হয়। 


শ্রদ্ধাঞ্জলি সভায় প্রাক্তন ছাত্র-ছাত্রীরা জুবিন গার্গের বহুমুখী প্রতিভা, সংগীত ময় জীবন ও মহানুভবতার বিভিন্ন দিক আলোকপাত করেন। সবাই নিজ নিজ ভাষণে ও লেখনীতে শ্রদ্ধেয় জুবিন গার্গের এই অমূল্য সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামীদিনে কামাখ্যা বিদ্যালয় এল্যুমনাই এসোসিয়েশন ওঁনার স্মৃতিতে বৃহৎ পরিসরে বিভিন্ন কর্মসূচী নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

No comments

Powered by Blogger.