মহালয়ের সন্ধ্যায় ,সনাতন দেবলয়ের নবদুর্গা পূজার উদ্বোধন
গুয়াহাটি ২২ সেপ্টেম্বর: প্রতিবছরের ন্যায় এবারও পান্ডু কলেজ গেটের সনাতন দেবালয়ের উদ্যোগে মহালয়ার সন্ধ্যায় ৭০তম নবরাত্রি দূর্গা পূজার শুভ উদ্বোধন অতি সংক্ষেপে সম্পাদন করা হয়।
ভারতবর্ষের মহান শিল্পী ও আমাদের হৃদয়ের স্পন্দন সুর সম্রাট জুবিন গার্গের অকাল বিয়োগে সনাতন দেবালয়ের সকল কর্মকর্তারা শোকস্তব্ধ। এই মহান শিল্পীকে সম্মান জানিয়ে সর্বপ্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ । এর পর সনাতন ধর্মের রীতিনীতি মেনে দেবী মা দুর্গার শুভ আবরণ উন্মোচন অনুষ্ঠান সম্পাদিত করা হয়।অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন কামরূপ কামাখ্যা ধামের মুখ্য দলৈ কবীন্দ্র প্রসাদ শর্মা, বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি পরমেশ দত্ত, বিশিষ্ট যোগাবিদ মোহন ভরদ্বাজ , বিশিষ্ট সমাজকর্তা নিমাই চন্দ্র দাস ,বিশিষ্ট সমাজকর্তা ভিভাষ মজুমদার ও পূজা কমিটির সদস্যরা



No comments