সুবর্ণ জয়ন্তী এবার পাণ্ডু ৩নং কলোনির দুর্গাপূজা।
গুয়াহাটি ১৮ সেপ্টেম্বর ২৫: পাণ্ডু ৩নং ফরিঘাট কলোনির দুর্গোৎসবের, যার এবারের মূল থিম “প্রতি মা-র মাঝে প্রতিমা বিরাজে”।
পুজো কমিটির কোষাধ্যক্ষ জানিয়েছেন, এ বছর পূজা সুবর্ণ জয়ন্তী বর্ষ (৫০ বছরে) পদার্পণ করল। পুজোর সূচনায় প্রথম বর্ষে উদ্বোধন করেছিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শরৎ চন্দ্র সিংহ। এই স্মৃতি নিয়েই আজও গর্বিত পুজো কমিটি।
প্রতিবছরের মতো এবারও পঞ্চমীর দিন দুঃস্থ মায়েদের হাতে পুজোর কাপড় তুলে দিয়ে মাতৃবন্ধনার সূচনা করা হবে। এবারের থিম বাস্তবায়নে কাজ করবেন গুয়াহাটি গভর্মেন্ট আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের প্রাক্তন ছাত্র শ্রী সুমন সাহা।
প্রতিমা নির্মাণ করবেন মৃৎশিল্পী গৌরাঙ্গ পাল। আলিপুরদুয়ার থেকে আসবেন ঢাকির দল, আর আলোকসজ্জায় সৌন্দর্য্য আনবেন বিকাশ দে। পৃষ্ঠপোষক হিসেবে আছেন কল্লোল চক্রবর্তী, মুখ্য উপদেষ্টা হিসেবে আছেন খগেন চন্দ্র কলিতা। সভাপতির দায়িত্বে ডাঃ এন. ডেকা, কার্যকরী সভাপতি পবন দেব। সম্পাদক হিসেবে দায়িত্বে দুলু দাস, সৌরভ পাল ও রাহুল দে। কোষাধ্যক্ষ সুব্রত ধর ও মেমো দাস।
নবমীর দিন হবে কুমারী পূজা। প্রতিদিন পূজার পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় আরতি অনুষ্ঠিত হবে। সরকারের নিয়মনীতি মেনে এবারের পূজার আয়োজন করা হবে।

No comments