Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

আদাবাড়ি তিনআলি যশোদা নিবাস আবাসনে ৪র্থ বর্ষের দুর্গোৎসবের প্রস্তুতি

 


গুয়াহাটি, ২৬ সেপ্টেম্বরঃ আদাবাড়ি তিনআলি দিয়ে ঢুকে বাঁ দিকে অবস্থিত যশোদা নিবাস আবাসনে প্রতিবারের মতো এবছরও দুর্গোৎসবের আয়োজন করা হচ্ছে। চার বছরে পা দেওয়া এই আবাসনের দুর্গোৎসব ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের কাছে এক বিশেষ উৎসব হয়ে উঠেছে। প্রায় দশটি পরিবার একত্রিত হয়ে এই পূজার আয়োজন করে, যেখানে সৌহার্দ্য ও মিলনের আবহই মূল আকর্ষণ।

পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর একচালার সাবেকি প্রতিমার মাধ্যমে দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হবে। প্রতিমা গড়ার দায়িত্ব নিয়েছেন গুয়াহাটির সুপরিচিত লাল গণেশ এলাকার মৃৎশিল্পী নিউ মা মনসা শিল্পালয়। ঐতিহ্যবাহী শৈলীতে নির্মিত এই প্রতিমাই হবে এবারের দুর্গোৎসবের মূল আকর্ষণ।

আলোকসজ্জার মাধ্যমে আবাসনকে সাজিয়ে তোলা হবে এক মনোমুগ্ধকর রূপে। পূজা আয়োজনে ধর্মীয় আচার-অনুষ্ঠানগুলি যথাযথভাবে সম্পন্ন করার পাশাপাশি সরকারের সব নির্দেশও মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে পূজা কমিটি। প্রতিদিন সন্ধ্যায় আরতির আয়োজন করা হবে, যা পূজার পরিবেশকে আরও ভক্তিময় করে তুলবে।

এছাড়াও প্রতিদিন দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে, যাতে আবাসনের পরিবার ও আশপাশের মানুষ সমানভাবে অংশগ্রহণ করতে পারবেন। স্থানীয়দের মতে, যশোদা নিবাস আবাসনের এই পূজা কেবল ধর্মীয় আচার নয়, বরং এক সামাজিক মিলনমেলার পরিণত হয়েছে।

No comments

Powered by Blogger.