শারদ উৎসব উপলক্ষে পূজা কমিটিগুলির জন্য মহানগর প্রশাসনের নতুন নির্দেশন
গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর ২৫ঃ আসন্ন শারদ উৎসবকে ঘিরে মহানগরীর সর্বত্র দুর্গাপূজার প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে কামরূপ মহানগর প্রশাসনের পক্ষ থেকে পূজা কমিটিগুলির জন্য কিছু বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে যাতে উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকাশ্য স্থানে পূজা আয়োজন করতে হলে প্রতিটি কমিটিকে অবশ্যই প্রশাসনের অনুমতি নিতে হবে। বিদ্যুৎ ও সাউন্ড সিস্টেম ব্যবহারের জন্য পূজা কমিটিগুলিকে ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং প্রতিটি মণ্ডপে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। পাশাপাশি, স্বেচ্ছাসেবকদের তালিকা পুলিশ প্রশাসনের কাছে জমা দিতে হবে এবং যানবাহন চলাচল ও পার্কিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলা আবশ্যক। মণ্ডপের একশো মিটারের ভেতরে কোনো গাড়ি পার্কিং করা যাবে না।
প্রশাসন আরও জানিয়েছে, পূজা মণ্ডপ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং জরুরি চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করতে হবে। প্রতিটি মণ্ডপের আশপাশে “মাদক দ্রব্যমুক্ত অঞ্চল” লেখা ফলক স্থাপন করতে হবে। অনুমতি ছাড়া কোনো শোভাযাত্রা বের করা যাবে না এবং মূর্তি বিসর্জনের সময় বাজি ও পটকা ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের বলপ্রয়োগ চলবে না। তদুপরি, নিরাপত্তার স্বার্থে প্রতিটি দুর্গা মণ্ডপে ও চারপাশে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে।
অন্যদিকে, এ বছর পূজার স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে গুয়াহাটি পৌর নিগম। মহানগরীর সব পূজা কমিটি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এর মধ্যে ২৫টি পূজা কমিটি প্রথম পুরস্কার হিসেবে পাবে ১০ হাজার টাকা, ৫০টি কমিটি দ্বিতীয় পুরস্কার হিসেবে পাবে ৭ হাজার টাকা এবং ৭০টি কমিটিকে তৃতীয় পুরস্কার বাবদ দেওয়া হবে ৫ হাজার টাকা। শারদ উৎসবের আনন্দ, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের এই পদক্ষেপ ইতিমধ্যেই মহানগর জুড়ে প্রশংসা কুড়িয়েছে।

No comments