Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

কাজিরাঙ্গার এলিভেটেড করিডরের আধারশীলা স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


 
গুয়াহাটি,১৮জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের অসম  ভ্রমনের  দ্বিতীয় দিনটিতে কাজিরাঙ্গার বহু প্রত্যাশিত এলিভেটেড করিডরের আধার শিলা স্থাপন করেন। এই উপলক্ষে  কলিয়াবরের মৌচন্দা ময়দানেপ আয়োজিত এক বিশাল জনসভাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 



উল্লেখ্য যে কালিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের মাঝখান দিয়ে পার হয়ে যাওয়া ৩৭  রাষ্ট্রীয় রাজমার্গের উপর নির্মাণ হবে এই এলিভেটেড করিডর। তার জন্য প্রায় ৬,৯৫৭ কোটি টাকা ব্যয় করা হবে। এই প্রকল্পের ৩৫০ কিলোমিটার দৈর্ঘ্যের ৪ লেন যুক্ত পথ তৈরি করা হবে। এর ফলে বিশেষভাবে বন্যার সময় কাজিরাঙ্গার বন্যপ্রাণীরা সুরক্ষিত থাকবে।এই বিশেষ  প্রকল্পটি অঞ্চলটির পর্যটনের সাথে যাতায়াত ও  যোগাযোগ ব্যবস্থার আর এক নতুন মাত্রা প্রদান করবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।
বিশাল জনসভাকে  সম্বোধন করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আসামের প্রতি থাকা তার আন্তরিকতা প্রকাশ করেন। তিনি বলেন যে আসামে এলে তিনি সবসময় এক বিশেষ আনন্দ অনুভব করেন।
উল্লেখ্য যে প্রধানমন্ত্রী শনিবার গুয়াহাটির  সরুসজাই স্টেডিয়ামে অনুষ্ঠিত দশ হাজারের অধিক শিল্পীর বাগরুম্বানৃত্যের ভুয়সী প্রশংসা করেন। অসমের কলা সাংস্কৃতি আর উন্নয়নকে বিশ্বের দরবারে নিয়ে যাবার ক্ষেত্রে এই পদক্ষেপগুলি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

No comments

Powered by Blogger.