Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

মা কামাখ্যার আশীৰ্বাদ নিলেন পপ স্টার পোষ্ট মেলনের টিম


 গুয়াহাটি, ৭ ডিসেম্বর :বিশ্বসংগীত জগতের সেনসেশন, আমেরিকার খ্যাতনামা আন্তর্জাতিক র‍্যাপ সংগীত শিল্পী পোস্ট মেলনের (Post Malone)- টিম এর আকস্মিক উপস্থিতিতে রবিবার গুয়াহাটির মা কামাখ্যা ধামে এক অন্যরকম উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। তাঁর জনপ্রিয় ব্যান্ড-সহকর্মী পৌঁছে যান এই ঐতিহাসিক শক্তিপীঠে,  মাতৃশক্তির গর্ভগৃহে দর্শন করেন।


সূত্রে জানা যায় পোস্ট মেলনের ব্যান্ডের সদস্যরা—দু’জন সহ-শিল্পী, একজন ম্যানেজার এবং প্রোডাকশন টিমের আরও তিনজন সদস্যসহ মোট ছয়জন—এই বিশেষ সফরে তাঁর সঙ্গে রয়েছেন। কামাখ্যা ধামে পা রাখার পর থেকেই তাঁদের মধ্যে তীব্র উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। পবিত্র স্থানে উপস্থিত হয়ে তাঁরা গভীরভাবে মুগ্ধ হন  ও এই অনন্য আধ্যাত্মিক পরিমণ্ডলের প্রতি বিশেষ শ্রদ্ধা প্রকাশ করেন।

কামাখ্যা ধাম পরিদর্শনের পর পোস্ট মেলনের  সহযাত্রী শিল্পীরা জানান, উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি, প্রকৃতির ও  আসামের সৌন্দর্য ও আধ্যাত্মিক ঐতিহ্য তাঁদের গভীরভাবে প্রভাবিত করেছে। তাঁদের মতে, কামাখ্যা ধাম কেবল একটি মন্দির নয়; বরং এটি এক অনন্য শক্তিকেন্দ্র, যেখানে এসে তাঁরা এক নতুন আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করেছেন। স্থানীয় পর্যটক ও ভক্তদের মধ্যেও পোস্ট মেলনের উপস্থিতি নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

No comments

Powered by Blogger.